যশোরের শার্শার গোগা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে পোস্টার লাগানোকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলাগুলি হয়েছে।
এ ঘটনায় দুজন গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করছেন স্থানীয়রা।
গোগা ইউনিয়নের গোগা বাজারে শুক্রবার দুপুর ১২টার দিকে এ সংঘর্ষ হয়।
গুলিবিদ্ধ দুজন হলেন চেয়ারম্যান প্রার্থী তবিবুর রহমানের সমর্থক ফজের আলী ও আশরাফুল ইসলাম। তাদের বাড়ি গোগা ইউনিয়নের অগ্রভুলোট গ্রামে।
নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, তৃতীয় দফায় ইউপি নির্বাচনে গোগা ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র প্রার্থী তবিবুর রহমান ও আওয়ামী লীগের আব্দুর রশিদ। শুক্রবার দুপুরে তবিবুরের সমর্থকরা গোগা বাজার পোস্টার লাগাচ্ছিলেন। এ সময় তাদের বাধা দেন আব্দুর রশিদের সমর্থকরা। পরে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়।
একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়া হয়। ওই সময় একে অপরকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে।
ওসি বদরুল আলম বলেন, ‘আহত দুজন গুলিবিদ্ধ হয়েছেন কি না, তা নিশ্চিতভাবে বলতে পারছি না। তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’
তিনি জানান, এখনও থানায় কোনো পক্ষই অভিযোগ করেনি। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।