বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পুঁজিবাজার নিয়ে সঠিক তথ্যের প্ল্যাটফর্ম চাই: বিএসইসি চেয়ারম্যান

  •    
  • ১৯ নভেম্বর, ২০২১ ১৫:৫৮

‘আমাদের একটি প্ল্যাটফর্ম লাগবে। এখানে যেসব সাংবাদিক আছেন, তাদের বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমেই আমরা সঠিক তথ্যের যেন নিশ্চয়তা পাই। সে প্ল্যাটফর্মটি যেন এটি হয়। …এখানে এমন একটি পরিবেশ তৈরি করবেন, যেন আমরা আসল নিউজটি পাই।’

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর বিষয়ে সঠিক তথ্য পাওয়া যাবে- এমন একটি ব্যবস্থা চান নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল ইসলাম। তিনি মনে করেন, এমন একটি প্ল্যাটফর্ম হলে সঠিক তথ্য পেলে বিনিয়োগকারীরা আর গোপন তথ্যের পেছনে ছুটে ক্ষতির মুখে পড়বেন না।

শুক্রবার রাজধানীতে পুঁজিবাজারবিষয়ক সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) নিজস্ব অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। পুরানা পল্টনে আল রাজী কমপ্লেক্সে এই অফিস করা হয়েছে।

বিএসইসি চেয়ারম্যান বলেন, ‘এমন একটি পরিবেশ তৈরি করবেন, যেন আমরা আসল নিউজটা পাই। তথ্যের অবাধ প্রভাব নিশ্চিত করতে হবে। পুঁজিবাজারে তথা মার্কেটে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে।

‘আমাদের একটি প্ল্যাটফর্ম লাগবে। এখানে যেসব সাংবাদিক আছেন, তাদের বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমেই আমরা সঠিক তথ্যের যেন নিশ্চয়তা পাই। সে প্ল্যাটফর্মটি যেন এটি হয়। …এখানে এমন একটি পরিবেশ তৈরি করবেন, যেন আমরা আসল নিউজটি পাই।’

গণমাধ্যমের প্রতিবেদন যেন কাউকে বিশেষ সুবিধা দেয়ার জন্য না হয়, সে দিকেও গুরুত্বারোপ করেন বিএসইসি চেয়ারম্যান। তিনি বলেন, ‘আমাদের কোনো নিউজে যেন এমন কিছু না আসে যেটি আমাদের নিজেদের ব্যবসা-বাণিজ্যকে ‍সুবিধা দেয়ার জন্য হয়। একজনকে সুবিধা দেয়ার জন্য অন্যজনকে ক্ষতি করলাম, এ জিনিসটা যেন না হয়। এ বিষয়টিকেও আপনাদের বিবেচনা করতে হবে।‘

গণমাধ্যমের প্রতিবেদন বিএসইসির সিদ্ধান্ত গ্রহণেও জরুরি বলে মনে করেন চেয়ারম্যান। বলেন, ‘মানুষ মাত্রই ভুল করে, আমাদের অনেক কিছুই নলেজে আসে না, আমরা জানতেও পারি না। অফিসে আমাদের এতটাই সময় দিতে হয়, বাইরের অনেক কিছুই আমরা জানি না। এ তথ্যগুলো আমরা আপনাদের কাছ থেকে চাই।‘

শেয়ার দর বাড়লেই এ নিয়ে হইচই চান না বিএসইসি চেয়ারম্যান। বলেন, ‘আমাদের পুঁজিবাজারে ১৯ থেকে ২০ শতাংশ ইক্যুইটি বাড়বেই। তখন কত লোক বলে ফেলল আমরা নাকি অনেক বড় হয়ে গেছি। বাজার ওভারভ্যালুড। আরও অনেক রকম কথা। এসব জিনিসকে আমাদের মোকাবিলা করতে হবে। আমরা একা পারব না। আপনাদের সবাইকে আমাদের সঙ্গে থাকতে হবে।’

অনুষ্ঠানে বিএসইসি কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদন বলেন, ‘পুঁজিবাজারে দেশীয় বিনিয়োগের পাশাপাশি বিদেশি বিনিয়োগও আনতে হবে। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উদ্যোগ গ্রহণ করেছেন। বিএসইসিও কাজ করছে। এ কাজে আপনাদেরও সহযোগিতা প্রয়োজন।’

পুঁজিবাজার বিশ্লেষক অধ্যাপক আবু আহমেদ বলেন, ‘দেশে অনেক বড় বড় কোম্পানি আছে, যারা এখনও পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়নি। দেশে কোটি কোটি টাকার ব্যবসা করছে, কিন্তু পুঁজিবাজারে আসতে চায় না। তাদের পুঁজিবাজারে নিয়ে আসতে হবে।’

তিনি বলেন, ‘পুঁজিবাজারে সেসব কোম্পানিকে নিয়ে আসতে কর সুবিধা দিতে হবে। তাতে সরকারের লোকসান নেই। বরং সরকার অন্য কোনো না কোনো পন্থা থেকে তার চেয়ে বেশি লাভবান হবে।’

সিএমজেএফের নিজস্ব অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সংগঠনের সভাপতি হাসান ইমাম রুবেল

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে পুঁজিবাজারবিষয়ক রিপোর্টারদের সংগঠন সিএমজেএফের সভাপতি হাসান ইমাম রুবেল বলেন, ‘নিজস্ব অফিস বাস্তবায়নের জন্য যারাই আমাদের সহযোগিতা করেছেন, তাদের সবার প্রতি আমরা কৃতজ্ঞ। তবে এই কৃতজ্ঞতার মানে কেউ অন্যায় করলে তাকে ছাড় দেয়া নয়। বরং সাংবাদিক হিসেবে আমাদের কাজই সঠিক তথ্যটি উপস্থাপন করা। সাংবাদিকতার নীতি-নৈতিকতা থেকে সরে আসার সুযোগ নেই। বর্তমান কমিশন সেটিই চাই, যেন সঠিক তথ্যটি পাঠকের কাছে পৌঁছে।’

অনুষ্ঠানে পুঁজিবাজারের সঙ্গে সম্পৃক্ত সব কটি স্টেকহোল্ডারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিএসইসির বর্তমান কমিশনারসহ সাবেক চেয়ারম্যান এম খায়রুল হোসেন উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন বর্তমান কমিশনার মিজানুর রহমানও।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সিএমজেএফের সাধারণ সম্পাদক মনির হোসন।

সিএমজেএফের কার্যনির্বাহী সদস্যসহ প্রতিষ্ঠাকালীন সভাপতি জিয়াউর রহমানসহ সাবেক সভাপতি তৌহিদুল ইসলাম মিন্টুও এ সময় উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো খবর