রাজধানীর শ্যামপুর থানাধীন কদমতলী এলাকায় ১১ বছর বয়সী ছেলেশিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
শিশুটিকে বৃহস্পতিবার ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। চিকিৎসক তাকে ২০৩ নম্বর ওয়ার্ডে রেফার করেন।
পরিবারের সঙ্গে কদমতলীর পালপাড়া এলাকায় একটি বাসায় থাকে শিশুটি। সে স্থানীয় একটি স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়ে।
ছেলেটির বাবা জানান, পালপাড়া এলাকায় তার চায়ের দোকান আছে। বাসা থেকে তাকে (বাবা) ডাকার জন্য ছেলেকে দোকানে পাঠানো হয়। পথে ১৯ বছরের এক যুবক মুখে রুমাল চেপে ধরে শিশুর। এতে সে জ্ঞান হারিয়ে ফেলে।
তিনি জানান, ঘণ্টাখানেক পর জ্ঞান ফিরলে তার ছেলে দেখে, সে শ্যামপুর হাই স্কুলের পাশে একটি পরিত্যক্ত বাড়িতে পড়ে আছে; তার পায়ুপথ দিয়ে রক্ত ঝরছে।
শিশুটির বাবা আরও জানান, বিষয়টি বাসায় গিয়ে তিনি ও তার স্ত্রীকে জানায় ছেলে। তারা তখন তাকে দ্রুত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে নিয়ে যান।
পরিবার আরও জানায়, ওই যুবককে চিনে শিশুটি, কিন্তু নাম বলতে পারে না।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, শিশুটির অস্ত্রোপচার করা হবে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।