দিনাজপুর সদরে ধানবোঝাই চার্জার ভ্যানে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন।
সদর উপজেলার ৫ নম্বর শশরা ইউনিয়নের পাঁচবাড়ী দইসই গ্রামে শুক্রবার সকাল সাড়ে ৭টায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ভ্যানচালক ওই ইউনিয়নের চকরামপুর বালাপাড়ার নারায়ন চন্দ্র রায় ও ভ্যানের যাত্রী ওই গ্রামেরই স্বস্বধর বাবু রায়।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নুর আলম ঘটনাটি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, ভ্যানে ধানবোঝাই করে বাড়ির দিকে যাচ্ছিলেন স্বস্বধর বাবু। পথে দইসই এলাকায় ঢাকা থেকে যাওয়া পাইপবোঝাই ট্রাক ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয়।
এতে ছিটকে রাস্তার সামনের দিকে পড়ে যান ভ্যানচালক নারায়ণ। ট্রাকটি তাকে চাপা দিয়ে পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই নারায়ণের মৃত্যু হয়।
আহত অবস্থায় স্বস্বধরকে ভ্যানের পাশ থেকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে সকাল ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে বলে জানান এসআই নুর।
তিনি জানান, পরিবারের অভিযোগ না থাকায় মরদেহগুলো হস্তান্তর করা হয়েছে।