বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

উইলস লিটলে নতুন অধ্যক্ষ

  •    
  • ১৯ নভেম্বর, ২০২১ ০০:৩৯

আদেশে বলা হয়েছে, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ৯ নভেম্বর পদত্যাগ করায় পদটি শূন্য হয়েছে। এর পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেয়ার জন্য কলেজ শাখার এমপিও শিটের জ্যেষ্ঠ শিক্ষককে দায়িত্ব দেয়ার জন্য জেলা প্রশাসককে অনুরোধ করা হয়েছে। এতে বলা হয়েছে, জেলা শিক্ষা অফিসারকে প্রতিষ্ঠানটির কলেজ শাখার জ্যেষ্ঠতম শিক্ষক নির্বাচন করে সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন পাঠানোর জন্য অনুরোধ করা হয়। প্রতিষ্ঠানটির কলেজ শাখার জ্যেষ্ঠ শিক্ষক সহকারী অধ্যাপক আ ন ম সামসুল আলমকে নির্বাচন করে প্রতিবেদন পাঠান।

রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেয়া হয়েছে প্রতিষ্ঠানটির কলেজ শাখার জ্যেষ্ঠ শিক্ষক সহকারী অধ্যাপক আ ন ম সামসুল আলমকে। এর আগে ১০ নভেম্বর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবুল হোসেন পদত্যাগ করেন। এর আট দিন পর এ নিয়োগ দেয়া হলো।

বৃহস্পতিবার ঢাকা জেলা প্রশাসক এক আদেশে এ দায়িত্ব দেন।

আদেশে বলা হয়েছে, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ৯ নভেম্বর পদত্যাগ করায় পদটি শূন্য হয়েছে। এর পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেয়ার জন্য কলেজ শাখার এমপিও শিটের জ্যেষ্ঠ শিক্ষককে দায়িত্ব দেয়ার জন্য জেলা প্রশাসককে অনুরোধ করা হয়েছে।

এতে বলা হয়েছে, জেলা শিক্ষা অফিসারকে প্রতিষ্ঠানটির কলেজ শাখার জ্যেষ্ঠতম শিক্ষক নির্বাচন করে সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন পাঠানোর জন্য অনুরোধ করা হয়। প্রতিষ্ঠানটির কলেজ শাখার জ্যেষ্ঠ শিক্ষক সহকারী অধ্যাপক আ ন ম সামসুল আলমকে নির্বাচন করে প্রতিবেদন পাঠান।

১০ নভেম্বর সকাল থেকে স্কুলে অবস্থান নিয়ে অধ্যক্ষের পদত্যাগের দাবি জানান শিক্ষক-কর্মচারীরা। পরে ৮টার দিকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবুল হোসেন পদত্যাগ করেন।

এ বিভাগের আরো খবর