বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জাবিতে ভর্তি পরীক্ষা কেন্দ্রে মোবাইল নেয়ায় ৬ মাসের কারাদণ্ড

  •    
  • ১৮ নভেম্বর, ২০২১ ২৩:১৮

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দিকে বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদভুক্ত সি ইউনিটের ভর্তি পরীক্ষার দ্বিতীয় শিফট চলাকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ কেন্দ্র থেকে আসাদ মিয়া নামের ওই পরীক্ষার্থীকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রক্টর কমিটি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময় কেন্দ্রে মোবাইল ফোন আনায় এক পরীক্ষার্থীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সাভারের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ বৃহস্পতিবার রাতে ওই পরীক্ষার্থীর এ সাজার আদেশ দেন।

সাজা পাওয়া পরীক্ষার্থীর নাম আসাদ মিয়া। তিনি ধামরাই সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি রংপুরের জেলার কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নে।

এর আগে, বেলা ১১টার দিকে দিকে বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদভুক্ত সি ইউনিটের ভর্তি পরীক্ষার দ্বিতীয় শিফট চলাকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ কেন্দ্র থেকে আসাদকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রক্টর কমিটি।

এ সময় তার কাছ থেকে একটি আইফোন ও এটিএম কার্ড সদৃশ একটি ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়। সাভার নিউমার্কেট এলাকার একটি কোচিং সেন্টারের এক শিক্ষকের কাছ থেকে এই ডিভাইস পেয়েছেন বলে জানান আসাদ।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান এ বলেন, ‘আমরা খবর পেয়ে বেলা ১১টার দিকে তাকে আটক করি। সারাদিন তাকে জিজ্ঞাসাবাদ করে তাদের চক্রের অন্য সদস্যদের ধরার চেষ্টা করি। সে এই চক্রের গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। প্রশাসন সঙ্গে সমন্বয় করে অন্যদের দ্রুত আটকের চেষ্টা করা হবে।’

এ বিভাগের আরো খবর