আগ্রাবাদে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজ হাউসের পুরাতন ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। রাত ৯ দিকে আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার।
তিনি বলেন, ‘রাত ৮টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পাই। আমাদের সাতটা গাড়ি প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।’
তিনি আরও বলেন, ‘আগুনের সূত্রপাত কীভাবে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে ওই ভবনের ষষ্ঠ তলায় সংস্কার কাজ চলছিল। সেখানে বেশ কিছু পাটের তৈরি বস্তা ছিল। শুরুতে সেসবে আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়ে।’
আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজ হাউসের পুরাতন ভবনটিতে বৃহস্পতিবার রাত ৮টা ৩৫ মিনিটে আগুন লাগে।