দিনাজপুরে কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যানে আগুন লেগে পুরে গেছে বেশিরভাগ মালপত্র।
সদরের শেরশাহ বটতলা মোড়ে এজেআর কুরিয়ার সার্ভিসের গাড়িতে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে আগুন লাগে।
কাভার্ড ভ্যান চালক সবুর ইসলাম বলেন, ‘মালামাল নিয়ে বুধবার রাতে ঢাকা থেকে যাত্রা করি। দিনাজপুরের শেরশাহ বটতলা মোড়ে পৌঁছালে স্থানীয়রা গাড়ি থামানোর সংকেত দেয়। গাড়ি থেকে নেমে দেখি ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নেভায়।’
দিনাজপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মেহফুজ তানজীর বলেন, ‘আমাদের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গাড়ির ভিতরে ওষুধসহ বিভিন্ন মালামাল ছিল। তবে আগুন কীভাবে লেগেছে তা নিশ্চিত হওয়া যায়নি।’
এজেআর কুরিয়ার সার্ভিস দিনাজপুর শাখা ব্যবস্থাপক মুজিবুল হক আজাদ বলেন, ‘চালকের ফোন পেয়ে দেখি গাড়িতে আগুন। চালক, সহকারী ও স্থানীয়রা মিলে কিছু নামাতে পারলেও, পুড়ে গেছে প্রায় ৮০ শতাংশ মালামাল। গাড়িতে ওষুধ, রাসায়নিক, ইলেকট্রনিক পণ্য, ব্যাটারী ও বিভিন্ন কাগজপত্র ছিল।’
আগুনে দেড় থেকে দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলেও দাবি করেন মুজিবুল হক।