বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এইচএসসির নম্বর বণ্টন যেভাবে

  •    
  • ১৮ নভেম্বর, ২০২১ ১৯:০৯

স্বাভাবিক সময়ে এমসিকিউ ও তত্ত্বীয় পরীক্ষা নেয়া হতো ৭৫ নম্বরে। সময় দেয়া হতো তিন ঘণ্টা। তবে পরীক্ষার্থীদেরকে এবার বেশি সময় হলে রাখতে চাইছে না সরকার। তাই সময় কমিয়ে আনা হয়েছে। আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হবে এই পরীক্ষা।

করোনা পরিস্থিতিতে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদেরকে এমসিকিউ ২৫টির মধ্যে ১২ টির উত্তর দেবে। সময় থাকবে ১৫ মিনিট। তত্ত্বীয় পরীক্ষায় ৮ টি প্রশ্নের মধ্যে ২টির উত্তর দিতে হবে।

মানবিক ও ব্যবসায় শাখা পরীক্ষার্থীদেরকে ১৫ মিনিটের মধ্যে এমসিকিউ ৩০ টির মধ্যে ১৫ টির উত্তর দিতে হবে। তত্ত্বীয় পরীক্ষায় ১১ টি প্রশ্নের মধ্যে ৩টির উত্তর দিতে হবে।

এমসিকিউ ও তত্ত্বীয় মিলিয়ে পরীক্ষার জন্য সময় নির্ধারণ করা হয়েছে এক ঘণ্টা ১৫ মিনিট।

স্বাভাবিক সময়ে এমসিকিউ ও তত্ত্বীয় পরীক্ষা নেয়া হতো ৭৫ নম্বরে। সময় দেয়া হতো তিন ঘণ্টা। তবে পরীক্ষার্থীদেরকে এবার বেশি সময় হলে রাখতে চাইছে না সরকার। তাই সময় কমিয়ে আনা হয়েছে।

পরীক্ষা শুরুর পূর্বে এই বিষয়টি পরীক্ষার্থীদেরকে আগেভাগে জানিয়ে দেয়ার নির্দেশ এসেছে।

বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।

গত বছর করোনা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা না নিয়ে সবাইকে অটোপাস দেয়া হয়। তবে এবার সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে। এই পরীক্ষা শুরু হবে ২ ডিসেম্বর।

৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষা চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত।

এ পরীক্ষায় অংশ নেবে অংশ নেবে প্রায় ১৪ লাখ শিক্ষার্থী। এ পরীক্ষা কোন বিষয়ে কত সময় ও কত নম্বরে হবে সে বিষয়ে শিক্ষার্থী- অভিভাবকদের অনেকেরই পরিপূর্ণ ধারণা ছিল না।

এবার আবশ্যিক বিষয়ে সাবজেক্ট ম্যাপিং করে মূল্যায়নের মাধ্যমে দেয়া হবে নম্বর। চতুর্থ বিষয়ের পরীক্ষা নেয়া হবে না। নির্ধারিত দিনে সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট এবং বেলা ২টা থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা চলবে।

কত পরীক্ষার্থী অংশ নেবে

এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিতে ১৫ লাখ ৫৮ হাজার শিক্ষার্থী রেজিস্ট্রেশন করলেও পরীক্ষা দিচ্ছে ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন। সে হিসাবে এ বছর এইচএসসিতে ঝরে পড়েছে এক লাখ ৫৮ হাজার ৩১০ জন। তারপরও গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৩৩ হাজার ৯০১জন।

সাধারণ ৯টি শিক্ষাবোর্ডে পরীক্ষা দিচ্ছে ১১ লাখ ৩৮ হাজার ১৭ জন। তাদের মধ্যে ছাত্র ৫ লাখ ৬৩ হাজার ১১৩ ও ছাত্রী ৫ লাখ ৭৪ হাজার ৯০৪ জন।

মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষা দিচ্ছে ১ লাখ ১৩ হাজার ১৪৪ জন। তাদের ৬১ হাজার ৭৩৮ জন ছাত্র এবং ৫১ হাজার ৪০৬ জন ছাত্রী।

এছাড়া এইচএসসি (বিএম/ভোকেশনাল) পরীক্ষা দিচ্ছে ১ লাখ ৪৮ হাজার ৫২৯ জন। তাদের মধ্যে ছাত্র ১ লাখ ৪ হাজার ৮২৭ ও ছাত্রী ৪৩ হাজার ৬৪২ জন।

করোনাভাইরাসের সংক্রমণ শুরু হলে ২০২০ সালের ১৭ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। দেড় বছর পর ১২ সেপ্টেম্বর খুলে দেয়া হয়েছে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।

এ বিভাগের আরো খবর