বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সুন্দরবনের আলোরকোলে চলছে রাস উৎসব

  •    
  • ১৮ নভেম্বর, ২০২১ ১৯:০৫

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ‘এবারের রাস পূর্ণিমায় পূজা ও পুণ্যস্নানের জন্য কেবল সনাতন ধর্মাবলম্বীরা অনুমতি পেয়েছেন। জাতীয় পরিচয়পত্র দেখিয়ে বন বিভাগের অনুমতি নিয়ে নির্দিষ্ট পাঁচটি নৌপথে আলোরকোলে পৌঁছান পুণ্যার্থীরা।

সনাতন ধর্মাবলম্বীদের রাস পূজা চলছে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চরের আলোরকোলে বঙ্গোপসাগর মোহনায়। পরদিন ভোরে পাপমোচনের আশায় জোয়ারের পানিতে স্নান করবেন পুণ্যার্থীরা।

এবারের আয়োজনে অংশ নিতে হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী এখন অবস্থান করছেন দুবলার চরের আলোরকোলে। রাস পূজা ও স্নানের অনুমতি পেলেও, করোনা ও সুন্দরবনের প্রাণবৈচিত্র্য রক্ষার স্বার্থে এবার রাস মেলার অনুমতি দেয়নি বন বিভাগ।

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ‘এবারের রাস পূর্ণিমায় পূজা ও পুণ্যস্নানের জন্য কেবল সনাতন ধর্মাবলম্বীরা অনুমতি পেয়েছেন। জাতীয় পরিচয়পত্র দেখিয়ে বন বিভাগের অনুমতি নিয়ে নির্দিষ্ট পাঁচটি নৌপথে আলোরকোলে পৌঁছান পুণ্যার্থীরা।

প্রতি নভেম্বরে রাসপূর্ণিমার তিথিতে বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, বরিশাল ও চট্টগ্রামসহ দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে ২০ থেকে ৩০ হাজার পুণ্যার্থী সুন্দরবনের আলোরকোলে রাস উৎসবে অংশ নিয়ে থাকেন। এবার নানা বিধিনিষেধের কারণে লোকসমাগম অর্ধেকে নেমে এসেছে।

এ বিভাগের আরো খবর