টাঙ্গাইলে ৭ম শ্রেণির স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে এক ট্রাক্টরচালককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকা থেকে বুধবার রাত সোয়া ৩টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১২-এর টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার রশিদ মিয়ার বাড়ি জেলার সখীপুর উপজেলার দাড়িয়াপুর গ্রামে। তিনি টাঙ্গাইল সদর উপজেলার বড় বেলতা এলাকায় ভাড়া বাসায় থেকে ট্রাক্টর চালাতেন।
অভিযোগ, ১৪ নভেম্বর রশিদ ওই কিশোরীকে অপহরণ করেন। এ ঘটনায় কিশোরীর পরিবার পরদিন টাঙ্গাইল সদর থানা ও র্যাব কার্যালয়ে অভিযোগ দেয়।
র্যাব জানায়, অভিযোগ পাওয়ার পরই তারা অভিযানে নামে। তবে রশিদ কিশোরীকে নিয়ে বারবার স্থান পরিবর্তন করায় উদ্ধার অভিযান ব্যাহত হয়। অপহরণের তিন দিন পর বুধবার সন্ধ্যায় টাঙ্গাইল পুরাতন বাসস্ট্যান্ড এলাকার একটি বাসা থেকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় ওই কিশোরীকে উদ্ধার করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীটি আরও জানায়, ওই ঘটনায় রাতেই রশিদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মামলা হয়। পরে ভোররাতের দিকে সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, তথ্যপ্রযুক্তির সাহায্যে আসামি রশিদকে গ্রেপ্তার করা হয়। রশিদ ওই কিশোরীকে একাধিকবার ধর্ষণ করেছেন। এ ঘটনায় আরও তিন-চারজন তাকে সহযোগিতা করেন। তাদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গ্রেপ্তার রশিদকে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে এবং ওই কিশোরীকে উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান র্যাব কমান্ডার।