বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষকের সশ্রম যাবজ্জীবন

  •    
  • ১৮ নভেম্বর, ২০২১ ১৫:৫২

মামলার এজাহারে বলা হয়, ২০২০ সালের ৩০ জুন সকাল সোয়া ১০টার দিকে প্রাইভেট পড়ে নবম শ্রেণির ওই ছাত্রী বাড়ি ফিরছিল। ফেরার পথে তার স্কুলের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক মনোয়ারুল ইসলাম মিঠু তথ্য পূরণের কথা বলে স্কুলে ডেকে নিয়ে ধর্ষণ করেন।

রংপুরের বদরগঞ্জে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে স্কুলের এক শিক্ষককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২-এর বিচারক মো. রোকনুজ্জামান বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জাহাঙ্গীর আলম তুহিন নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন।

মামলার এজাহারে বলা হয়, ২০২০ সালের ৩০ জুন সকাল সোয়া ১০টার দিকে প্রাইভেট পড়ে নবম শ্রেণির ওই ছাত্রী বাড়ি ফিরছিল। ফেরার পথে তার স্কুলের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক মনোয়ারুল ইসলাম মিঠু তথ্য পূরণের কথা বলে স্কুলে ডেকে নিয়ে ধর্ষণ করেন। সে সময় করোনা মহামারির কারণে স্কুলের কার্যক্রম বন্ধ থাকায় সেখানে কেউ ছিল না।

এরপর ৭ জুলাই ওই ছাত্রী বদরগঞ্জ থানায় ধর্ষণ মামলা করে। মামলার পর ওই দিনই মিঠুকে গ্রেপ্তার করা হয়। পুলিশ ১২ নভেম্বর মিঠুকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয়।

আইনজীবী তুহিন জানান, আদালত ১৪ জনের সাক্ষ্য নেয়া শেষে মিঠুকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড ও একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা করে। জরিমানার টাকা ওই ছাত্রীকে দেয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।

নবম শ্রেণির ছাত্রীর বাবা নিউজবাংলাকে বলেন, ‘আমি আশা করেছিলাম মিঠুর ফাঁসি হবে কিন্তু হয়নি। অন্তত এই রায় যেন বাস্তবায়ন হয় সেই আশা করি।’

এ বিভাগের আরো খবর