স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সংসদে আগামী বুধ ও বৃহস্পতিবার বিশেষ আলোচনা হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
আলোচনার প্রথম দিন স্মারক বক্তব্য দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
জাতীয় সংসদের চলমান অধিবেশনে বৃহস্পতিবার সংসদ মুলতবি করার আগে এই ঘোষণা দেন স্পিকার।
তিনি বলেন, ‘বর্ণাঢ্য ও যথাযোগ্য মর্যাদায় সুবর্ণজয়ন্তী উদ্যাপনের জন্য জাতীয়ভাবে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় আগামী ২৪ ও ২৫ নভেম্বর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতীয় সংসদে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হবে।’
বিশেষ আলোচনায় রাষ্ট্রপতি যোগ দিচ্ছেন জানিয়ে স্পিকার বলেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতীয় সংসদের আমন্ত্রণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামী ২৪ নভেম্বর বিকেল ৩টায় জাতীয় সংসদের বিশেষ আলোচনায় স্মারক বক্তৃতা প্রদানে সদয় সম্মতি দিয়েছেন।’
রাষ্ট্রপতির স্মারক বক্তব্যের প্রস্তাব সাধারণ উত্থাপনের মধ্য দিয়ে বিশেষ আলোচনা হবে বলে জানান স্পিকার।
তিনি বলেন, ‘সংসদ সদস্যরা বিশেষ আলোচনায় অংশগ্রহণ করবেন। প্রস্তাব সাধারণ বিধি ১৪৭-এর ওপর তাদের বক্তব্য উপস্থাপন করবেন। বিশেষ আলোচনা সমাপনে বিধি ১৪৭-এর আওতায় প্রস্তাব সাধারণ জাতীয় সংসদে গৃহীত হবে।’