মাগুরা ওয়াব্দা এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছে আলিফ (১০) নামের এক মাদ্রাসা ছাত্র। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় ওয়াপদা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আলিফ মাগুরা মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নের খলিল বিশ্বাসের ছেলে।
নিহত আলিফ ওয়াপদা এলাকায় সাফোল গাছা গ্রামে নানা বাড়িতে থেকে পড়াশোনা করত। তার বাবা-মা ঢাকায় পোশাক কারখানায় চাকরি করে।
গুরুতর আহত মোটরসাইকেলচালক টিপু সুলতানের বাড়ি যশোর। তিনি আরিচা ঘাটে যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ওয়াপদা বাজার এলাকার মাগুরা-মধুখালী সড়কে বিট পার হচ্ছিল আলিফ। এ সময় বিপরীত দিক থেকে আসা মধুখালীগামী একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যায় আলিফ। এ সময় মোটরসাইকেলচালক টিপু সুলতানও রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয়রা আলিফ ও টিপুকে সদর হাসপাতালে নিয়ে যান।
মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এনামুল কবীর জানান, শিশুটি মাথায় আঘাত পেয়েছিল। হাসপাতালে আনার আগেই শিশুটি মারা গেছে। টিপু সুলতানের অবস্থাও গুরুতর।
রামনগর হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শাহ জালাল বলেন, ‘আবেদনের পরিপ্রেক্ষিতে শিশুটির মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ দেয়নি বলেও জানান তিনি।