বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সাড়ে ৫ ঘণ্টা পর নওগাঁয় বাস চলাচল শুরু

  •    
  • ১৮ নভেম্বর, ২০২১ ১১:২৬

নওগাঁ মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, ‘বুধবার সন্ধ্যা ৭টা থেকে অনির্দিষ্টকালের জন্য আন্তজেলা বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছিল। পরে জেলা পুলিশের সঙ্গে আমরা জরুরি বৈঠকে বসেছিলাম। উভয় পক্ষের সম্মতিতে রাত সাড়ে ১২টা থেকে পুনরায় বাস চালু শুরু হয়েছে।’

নওগাঁয় পুলিশ ও পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষে সাড়ে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর আন্তজেলা বাস চলাচল আবার শুরু হয়েছে।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় পরিবহন শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর শ্রমিকরা ধর্মঘট ডাকলে সেখানে আন্তজেলা বাস চলাচল বন্ধ হয়ে যায়। অচলাবস্থা শেষে ফের বাস চলাচল শুরু হয় রাত সাড়ে ১২টায়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘পুলিশ ও বাস শ্রমিকদের মধ্যে ভুল-বোঝাবুঝি হয়েছিল। ঘটনাটি সুরাহার জন্য শ্রমিক নেতারা সম্মতি জানান। পুলিশের পক্ষ থেকে বাস চলাচলের জন্য অনুরোধ জানানো হলে, তারা যাত্রীদের ভোগান্তির কথা ভেবে ধর্মঘট তুলে নেন।

নওগাঁ মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, ‘বুধবার সন্ধ্যা ৭টা থেকে অনির্দিষ্টকালের জন্য আন্তজেলা বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছিল। পরে জেলা পুলিশের সঙ্গে আমরা জরুরি বৈঠকে বসেছিলাম। উভয় পক্ষের সম্মতিতে রাত সাড়ে ১২টা থেকে পুনরায় বাস চালু শুরু হয়।’

নওগাঁ পুলিশ লাইনসের পাশে মশরপুর এলাকায় নওগাঁ-রাজশাহী মহাসড়কে বুধবার বিকেল ৫টার দিকে ‘নওগাঁ ট্রাভেলস’ পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেলের এক যাত্রী আহত হন। এ ঘটনায় আহত যাত্রী নওগাঁ সদর থানায় অভিযোগ করলে পুলিশের একটি দল সন্ধ্যা ৬টার দিকে ওই বাসচালক সুলেমান আলীকে আটক করতে বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে যায়।বাসচালককে আটক করে নিয়ে যাওয়ার সময় শ্রমিকরা পুলিশকে বাধা দেয়ার চেষ্টা করে। তারা বালুডাঙ্গা বাসস্ট্যান্ডসংলগ্ন প্রধান সড়কে অবস্থান নিয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করে।

তখন পুলিশ ও শ্রমিকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। প্রায় ৩০ মিনিট ধরে এ সংঘর্ষ চলে। এতে দুই পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হন।

এ বিভাগের আরো খবর