ব্রাক্ষণবাড়িয়ার সরাইলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের জন্য তিন নারী প্রার্থী লড়াইয়ে নেমেছেন। তারা জয়ী হলে এই প্রথম সরাইল পাবে নারী চেয়ারম্যান।
তৃণমূলের এই নির্বাচনের তৃতীয় ধাপে সরাইলে ভোট হবে আগামী ২৮ নভেম্বর। সেদিন উপজেলার ৭টি ইউনিয়নে প্রার্থী বাছাই করবেন ভোটাররা।
সরাইল উপজেলায় ইউপি নির্বাচনে নারী প্রার্থীদের চেয়ারম্যান পদের জন্য লড়তে দেখা যায়নি। এবার তিন নারী প্রার্থী হয়ে আলোচনায় এসেছেন গোটা জেলায়।
এদের মধ্যে উপজেলার কালীকচ্ছ ইউনিয়ন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন রোকেয়া আক্তার। শাহজাদাপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন আসমা আক্তার। এর আগে তিনি তিন বার ইউপির সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হন। আর স্বতন্ত্র হয়ে চুন্টা ইউনিয়নে লড়ছে জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক শামীমা আক্তার।
শাহজাদাপুরের প্রার্থী আসমা আক্তার নিউজবাংলাকে বলেন, ‘আগে কেউ নারী প্রার্থী হয়নি ইউপি নির্বাচনে। এবার আওয়ামী লীগ থেকে আমাকে মনোনয়ন দিয়েছে। তার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। নির্বাচিত হয়ে নারীদের অধিকার সংরক্ষণে কাজ করে যাব।’
অন্য দুই নারী প্রার্থীর সঙ্গে যোগযোগ করা যায়নি।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার বলেন, ‘সরাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কোনো নারী প্রতিদ্বন্দ্বিতা করেননি এ পর্যন্ত। তবে এবার ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয় নিয়ে ২ জন নারী চেয়ারম্যান পদে দাঁড়িয়েছেন।
‘নারীরা চেয়ারম্যান হলে পিছিয়ে পড়া নারীদের উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করতে পারবেন বলে আমার বিশ্বাস।’