বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফতুল্লায় শ্রমিকের বস্তাবন্দি মরদেহ

  •    
  • ১৭ নভেম্বর, ২০২১ ১৯:৪৮

ফতুল্লা মডেল থানার ওসি মো. রকিবুজ্জামান বলেন, ‘ওই যুবক দুই দিন ধরে নিখোঁজ ছিলেন। বুধবার সকালে নিহতের স্বজনরা থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করতে এসেছিলেন। দুপুরে বস্তাবন্দি লাশের খবর পাওয়া গেলে স্বজনরা গিয়ে ওই মরদেহ আমির হামজার বলে নিশ্চিত করেন।’

নারায়ণগঞ্জের ফতুল্লায় রাস্তার পাশে ঝোপে চটের বস্তাবন্দি এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সদর উপজেলার মুসলিমনগর এলাকা থেকে বুধবার বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়।

২৫ বছর বয়সী আমির হামজার বাড়ি টাঙ্গাইল সদরে। তিনি ফতুল্লার শাসনগাঁও এলাকার মামুনের মেসবাড়িতে ভাড়া থাকতেন। শ্রমিক হিসেবে চাকরি করতেন এমএস ডাইং নামে এক শিল্পকারখানায়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মরদেহ উদ্ধারের সময় মাথা থেকে কোমর পর্যন্ত একটি চটের বস্তায় বন্দি ছিল। হাত-পা দড়ি দিয়ে বাঁধা ও মুখে স্কচটেপ প্যাঁচানো ছিল।

নিহতের পরিবারের বরাতে ওসি বলেন, ‘ওই যুবক দুই দিন ধরে নিখোঁজ ছিলেন। বুধবার সকালে নিহতের স্বজনরা থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করতে এসেছিলেন। দুপুরে বস্তাবন্দি লাশের খবর পাওয়া গেলে স্বজনরা গিয়ে ওই মরদেহ আমির হামজার বলে নিশ্চিত করেন।’

এ বিষয়ে হত্যা মামলা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

এ বিভাগের আরো খবর