পাবনার ভাঙ্গুড়ায় এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার জামাতা রবিউল ইসলাম রবির বিরুদ্ধে।
এ ঘটনায় রবিউলের বোন রেবেকা খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত আইরুন নেছার বাড়ি উপজেলার খানমরিচ ইউনিয়নের হেলেঞ্চা গ্রামে।
বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান।
তিনি জানান, বুধবার দুপুরে নিহতের ছেলে বাদী হয়ে অভিযুক্তদের নামে হত্যা মামলা করেছেন। এ মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মারধরের ঘটনা ঘটলেও রাত ৩টার দিকে মৃত্যু হয় আইরুন নেছার।
মামলার বাদী আবু সামা জানান, প্রায় চার বছরে আগে রবিউলের সঙ্গে তার বোনের বিয়ে হয়৷ বিয়ের পর থেকে রবিউল ঘরজামাই থাকলেও আট মাস আগে তিনি একই উপজেলার পাইকপাড়ায় নিজ গ্রামে চলে যান। এরপর থেকে তিনি স্ত্রী ও মেয়ের কোনো খোঁজ নিতেন না।
ওসি ফয়সাল জানান, মঙ্গলবার দুপুরে আইরুন নেছা উপজেলার চণ্ডীপুর বাজারে চাল কিনতে যান। সেখানে রবিউলের সঙ্গে দেখা হলে কথা বলার জন্য বাড়িতে ডেকে নেন রবিউল।
সেখানে তার সঙ্গে আইরুন নেছার তর্ক হলে তিনি শাশুড়িকে মারধর শুরু করেন। এ সময় রবিউলের সঙ্গে তার মা ও বোন রেবেকাও যোগ দেন।
ওসি আরও জানান, মারধরে বৃদ্ধা অসুস্থ হয়ে পড়লে তাকে পাশের তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে চিকিৎসক আইরুনকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদরে নিতে বলেন। বৃদ্ধাকে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর রবিউল বাদীদের খবর দেন।
সেখানেই রাত ৩টার দিকে মৃত্যু হয় বৃদ্ধার। ঘটনার পর থেকেই আসামিরা পলাতক।
মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।