চট্টগ্রামে কর্ণফুলী নদীতে মালবোঝাই নৌকাডুবির তিন দিন পর নৌকার কেবিন থেকে মাঝির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
কর্ণফুলী নদীর শাখা খাল শিকলবাহার মোহনা থেকে বুধবার সকাল ৮টার দিকে নৌকাটি তোলার পর মরদেহ উদ্ধার করা হয়।
মৃত মো. মহিউদ্দিনের বাড়ি সাতকানিয়া উপজেলার খাগরিয়া গণিপাড়া এলাকায়।
চট্টগ্রামের সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গত রোববার রাত ২টার দিকে শিকলবাহায় মালবাহী নৌকা ডুবে যায়। মাঝি মহিউদ্দিন নৌকার কেবিনে ঘুমিয়ে ছিলেন। তিনি ছাড়া ওই নৌকায় আর কেউ ছিল না। নৌকার সঙ্গে মাঝিও ডুবে যান।
বুধবার সকালে নৌকাটি উদ্ধার করা হয়। এর কেবিন থেকেই মহিউদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ওসি বলেন, ‘মহিউদ্দিনের স্বজনরা ময়নাতদন্ত ছাড়া মরদেহ নেয়ার জন্য জেলা প্রশাসনের কাছে আবেদন করে। জেলা প্রশাসন থেকে অনুমোদনের পর দুপুর ৩টার দিকে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করেছি। নৌকাটিও সদরঘাট তীরে নিয়ে আনা হয়েছে।’