বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এলইডি লাইটের কারণে সড়ক দুর্ঘটনা

  •    
  • ১৭ নভেম্বর, ২০২১ ১৪:৪৮

রংপুর বিআরটিএর সহকারী পরিচালক ওমর ফারুক বলেন, ‘গাড়িতে এলইডি লাইট ব্যবহার আইনত দণ্ডনীয় অপরাধ। হাইওয়েসহ বিভিন্ন সড়কে এসব বন্ধে প্রতি মাসে অন্তত পাঁচটি মোবাইল কোর্ট বসাই। আমরা এসব বিষয়ে কঠোর। পুলিশ ও জেলা প্রশাসনকে এ বিষয়ে আরও কঠোর হতে অনুরোধ করব।’

মোটরসাইকেলে একসঙ্গে পীরগাছা থেকে রংপুর সদরে ফিরছিলেন ওবায়দুল হক রনি ও তার বন্ধু সাইফুল ইসলাম সুমন। তারা যখন পীরগাছার গুঞ্জর খাঁর এলাকায় পৌঁছান তখন রংপুর থেকে পীরগাছায় যাচ্ছিল দুটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেল। তিন বাহনেই ছিল সাদা আলোর হেডলাইট।

রাতে এই উজ্জ্বল আলোর কারণে গতিরোধক চোখে পড়েনি রনির। সেখানে মোটরসাইকেল উল্টে তিনি ও তার বন্ধু দুজনই হালকা আহত হন।

উজ্জ্বল সাদা আলোর হেডলাইনের কারণে প্রায়ই দুর্ঘটনায় পড়তে হচ্ছে রংপুর নগরবাসীকে।

গুঞ্জর খাঁ বাজারের ব্যবসায়ী মাহফুজ হাসান রিপন জানান, প্রায় রাতেই এই এলাকায় সড়ক দুর্ঘটনা হয়। দিনের চেয়ে রাতে বেশি হয়।

অনুমতি না থাকলেও রংপুর মহানগর ও জেলার মহাসড়ক ও বিভিন্ন সড়কে চলাচলকারী যানবাহনের হেডলাইট হিসেবে সাদা এলইডি লাইটের ব্যবহার বাড়ছে। বিশেষ করে মোটরসাইকেল, প্রাইভেট কার, মাহিন্দ্রা, অটোরিকশায় এসবের ব্যবহার বেশি।

রংপুর বিআরটিএর সহকারী পরিচালক ওমর ফারুক নিউজবাংলাকে বলেন, ‘গাড়িতে এলইডি লাইট ব্যবহার আইনত দণ্ডনীয় অপরাধ। হাইওয়েসহ বিভিন্ন সড়কে এসব বন্ধে প্রতি মাসে অন্তত পাঁচটি মোবাইল কোর্ট বসাই। আমরা এসব বিষয়ে কঠোর। পুলিশ ও জেলা প্রশাসনকে এ বিষয়ে আরও কঠোর হতে অনুরোধ করব।’

রংপুরের পায়রাবন্ধ এলাকার অটোরিকশাচালক সামছুল হক বলেন, ‘অনেকে আগের হেডলাইট খুলি দোকান থাকিয়া লাইট আনি লাগাচ্ছে। তাতে চাজ (চার্জ) কম যায় কিন্তু সন্ধ্যে হলে তো সড়কে কিছু দেকা যায় না। খালি চোকোত (চোখে) লাগে। এমনিতেই হুর হুর করি এত গাড়ি যাওছে। চোখে আলো লাগি দুই দিনে, চার দিনে অটো উল্টি পড়ি যায়, ম্যালা মানুষ ব্যথাট্যথা পায়।’

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা আলী মোহাম্মদ নিয়মিত মোটরসাইকেলে যাতায়াত করেন। তিনি জানান, মোটরসাইকেলে যখন এই আলো লাগানো হয় তখন অনেক দূর থেকে এসে চোখে লাগে। তখন সামনের কিছু দেখা যায় না। অটোতে এই আলো থাকলে বোঝা যায় না এটি কী ধরনের পরিবহন। এসব কারণে দুর্ঘটনা ঘটছে।

রংপুর মহানগরীর সিটি বাজারের ফুটপাতে ব্যবসা করেন ফজলুল হক। তিনি জানান, সন্ধ্যা হলে আর লাল বাতি চোখে পড়ে না। সব সাদা আলো। চোখ ধাঁধানো এই আলোয় আর কিছু দেখা যায় না।

এই আলোতে চোখের ক্ষতির বিষয়ে রংপুর প্রাইম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চক্ষু বিভাগের অধ্যাপক রফিকুল ইসলাম জানান, শুধু সাদা আলোই না, যে কোনো আলো সরাসরি চোখে লাগলে সেটা খারাপ। তবে এলইডি লাইট মানুষের চোখে পড়লে কর্নিয়ার সমস্যা হতে পারে। চোখে কম দেখা, ঝাপসা দেখাসহ বড় ধরনের ক্ষতি করে এই আলো।

রংপুর মহানগর পুলিশের উপকমিশনার (ট্র্যাফিক) মিনহাজুল আলম নিউজবাংলাকে বলেন, ‘নগরীর ভেতরে ও প্রধান সড়কে কেউ যেন এসব লাইট ব্যবহার করতে না পারে সে জন্য আমরা প্রায়ই অভিযান চালাই। মামলার পাশাপাশি তাদের সচেতন করতে কখনও কখনও গাড়ি এক থেকে দেড় ঘণ্টা আটকিয়ে রাখি। এরপর এই লাইট আর ব্যবহার করবে না এমন অঙ্গীকার নিয়ে ছেড়ে দেই।

এ বিভাগের আরো খবর