বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পারিবারিক মামলায় পাওয়ার অফ অ্যাটর্নি নয়: হাইকোর্ট

  •    
  • ১৭ নভেম্বর, ২০২১ ০১:৩১

অ্যামিকাস কিউরিদের মতামত নিয়ে এবং উভয়পক্ষের শুনানি শেষে মঙ্গলবার অভিযুক্ত স্বামীর করা রিভিশন আবেদন খারিজ করে দেয় আদালত। পারিবারিক আদালতে মামলা চালানোর ক্ষেত্রে মূল ব্যক্তির অনুপস্থিতিতে অন্যকে ক্ষমতা (পাওয়ার অফ অ্যাটর্নি) দেয়া চলবে না বলে রায়ের সময় স্পষ্ট জানিয়ে দেয় আদালত।

পারিবারিক আদালতে মামলা চালানোর ক্ষেত্রে মূল ব্যক্তির অনুপস্থিতিতে অন্যকে ক্ষমতা (পাওয়ার অফ অ্যাটর্নি) দেয়া যাবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।

পারিবারিক মামলাসংক্রান্ত এক রিভিশন খারিজ করে মঙ্গলবার বিচারপতি এ কে এম আব্দুল হাকিম, বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের বৃহত্তর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়।

আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এম খালেদ আহমেদ। বিবাদী পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. সাইদুল আলম খান।

আইনজীবী সাইদুল নিউজবাংলাকে বলেন, ‘এটি একটি ফ্যামিলি স্যুট ছিল। এ মামলায় আমি ছিলাম আমেরিকা প্রবাসী এক নারীর পক্ষে। তার স্বামীও আমেরিকায় থাকেন। স্বামীর বিরুদ্ধে ১৫-১৬ বছর আগে তিনি পারিবারিক আদালতে মামলা করেন। মামলায় সাবেক স্বামীর কাছে তিনি দেনমোহর ও দুই সন্তানের ভরণপোষণের দাবি করেন। ওই মামলায় অভিযুক্ত স্বামীর পক্ষে মামলা চালাতে এক আত্মীয়কে পাওয়ার অফ অ্যাটর্নি দেয়া হয়েছিল। সিলেটের পারিবারিক আদালত পাওয়ার অফ অ্যাটর্নি দেয়ার বিষয়টি নাকচ করে দেন।

‘বিবাদী এ বিষয়ে আপিল করলে সিলেটের জেলা জজ আদালতও সে আপিল খারিজ করে দেয়। পরে তিনি হাইকোর্টে রিভিশন করেন। এ রিভিশন আবেদন বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের বেঞ্চে শুনানির জন্য ওঠে।’

তিনি জানান, শুনানিতে কিছু আইনগত বিষয়ে প্রশ্ন উঠলে প্রয়োজনীয় আদেশের জন্য আবেদনটি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়। প্রধান বিচারপতি এটি শুনানির জন্য তিন বিচারপতির মাধ্যমে একটি বৃহত্তর হাইকোর্ট বেঞ্চ গঠন করে দেন। বিচারপতি এ কে এম আব্দুল হাকিম, বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত বৃহত্তর এই বেঞ্চ রিভিশন আবেদনটি শুনানির একপর্যায়ে অভিমত নিতে চারজন জ্যেষ্ঠ আইনজীবীকে অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দেয়। তারা হলেন, এম আই ফারুকী, এ এফ হাসান আরিফ, কামাল উল আলম ও প্রবীর নিয়োগী। জ্যেষ্ঠ আইনজীবীরা আদালতে তাদের অভিমত দেন।

অ্যামিকাস কিউরিদের মতামত নিয়ে এবং উভয়পক্ষের শুনানি শেষে মঙ্গলবার অভিযুক্ত স্বামীর করা রিভিশন আবেদন খারিজ করে দেয় আদালত।

পারিবারিক আদালতে মামলা চালানোর ক্ষেত্রে মূল ব্যক্তির অনুপস্থিতিতে অন্যকে ক্ষমতা (পাওয়ার অফ অ্যাটর্নি) দেয়া চলবে না বলে রায়ের সময় স্পষ্ট জানিয়ে দেয় আদালত।

এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা পূর্ণাঙ্গ রায়ে থাকবে বলে জানান আইনজীবী সাইদুল আলম খান।

এ বিভাগের আরো খবর