জামালপুরে রেললাইনে ইঞ্জিন বিকল হয়ে ট্রেনের ধাক্কায় গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও রক্ষা পেয়েছেন কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তাসহ তিনজন।
মঙ্গলবার বিকেল ৪টার দিকে জামালপুর পৌর শহরের বনপাড়া এলাকায় লেভেলক্রসিংয়ে আন্তঃনগর তিস্তা এক্সপ্রেসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে কৃষি ইনস্টিটিউটের পিকআপ ভ্যান।
আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মঞ্জুরুল কাদির বলেন, ‘শেরপুর সরেজমিন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শামসুর রহমান ও বৈজ্ঞানিক সহকারী পানাউল্লাহ অফিসের গাড়িতে শেরপুর থেকে জামালপুরে ফিরছিলেন।
‘বনপাড়া লেভেলক্রসিং পার হওয়ার সময় গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এ সময় দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর তিস্তা এক্সপ্রেস কাছাকাছি চলে আসে। ট্রেন আসতে দেখে গাড়ি থেকে দ্রুত নেমে পড়েন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শামসুর রহমান ও বৈজ্ঞানিক সহকারী পানাউল্লাহ।’
তিনি জানান, গাড়িটি সচলের চেষ্টা করে ব্যর্থ হয়ে চালক মেগনাথ গোপও নেমে পড়েন। এ সময় গাড়িটিকে ধাক্কা দিয়ে প্রায় ৩০০ গজ দূরে নিয়ে ট্রেনটি থামে। গাড়িটি দুমড়ে-মুচড়ে চূর্ণবিচূর্ণ হয়ে গেছে।
বনপাড়া এলাকার সুমন খান জানান, সেখানে গেটম্যান থাকা জরুরি। এ সড়কে মানুষ ও যানবাহন চলাচল বেড়েছে। গেটম্যান না দিলে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটবে।
এ বিষয়ে জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলজার হোসেন জানান, ট্রেনের ধাক্কায় পিকআপ ভ্যান ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পেয়েছি।