বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গারুদা এয়ারের সঙ্গে এমিরেটসের কোড শেয়ারে সমঝোতা

  •    
  • ১৬ নভেম্বর, ২০২১ ২০:৩২

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক টিকিটে নির্দিষ্ট গন্তব্যে ভ্রমণ সুবিধা ছাড়াও উভয় এয়ারলাইনস তাদের ফ্রিক্রোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রামে পারস্পরিক সহযোগিতার বিষয়টি নিয়ে কাজ করছে। এর ফলে উভয় এয়ারলাইনের যাত্রীরাই তাদের অর্জিত পয়েন্ট ব্যবহার করে টিকিট ক্রয়, আপগ্রেডসহ অন্যান্য সুবিধা পাবেন।

ইন্দোনেশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও ইউরোপের ১৮টি রুটের ফ্লাইটে কোড শেয়ার সংক্রান্ত সমঝোতা স্মারকে সই করেছে আরব আমিরাতের এমিরেটস এয়ারলাইনস ও ইন্দোনেশিয়ার গারুদা এয়ার।

এর ফলে এয়ারলাইনস দুটির গ্রাহকরা ইন্দোনেশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও ইউরোপের ১৮টি রুটে যেকোন একটির টিকিট কেটে দুটি এয়ারলাইনসেই ভ্রমণ করতে পারবেন। একই সঙ্গে এমিরেটসের টিকিটধারীরা ইন্দোনেশিয়ার সাতটি নতুন গন্তব্যে ভ্রমণের সুযোগ পাবেন।

নতুন বছরের শুরুতেই এই চুক্তি কার্যক্রম হতে পারে বলে জানিয়েছে এমিরেটস এয়ারলাইনস।

মঙ্গলবার সংস্থাটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, এক টিকিটে নির্দিষ্ট গন্তব্যে ভ্রমণ সুবিধা ছাড়াও উভয় এয়ারলাইনস তাদের ফ্রিক্রোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রামে পারস্পরিক সহযোগিতার বিষয়টি নিয়ে কাজ করছে। এর ফলে উভয় এয়ারলাইনের যাত্রীরাই তাদের অর্জিত পয়েন্ট ব্যবহার করে টিকিট ক্রয়, আপগ্রেডসহ অন্যান্য সুবিধা পাবেন।

এমিরেটস জানিয়েছে, বর্তমানে ২১টি এয়ারলাইনসের সঙ্গে তাদের কোড শেয়ার চুক্তি রয়েছে। এছাড়াও ১১৫টি এয়ারলাইনস ও রেল কোম্পানির সঙ্গে ইন্টারলাইন চুক্তিও রয়েছে প্রতিষ্ঠানটির।

এভিয়েশনের পরিভাষায় কোড শেয়ার হলো এয়ারলাইনসের একটি বিশেষ জোট। দুটি এয়ারলাইনসের মধ্যে এ ধরনের চুক্তি থাকলে একজন যাত্রী কোনো একটি এয়ারলাইনসের টিকেট কেটেই অন্য এয়ারলাইনসের ফ্লাইটে নির্দিষ্ট গন্তব্যে যেতে পারেন।

এ বিভাগের আরো খবর