গাজীপুর সদরের মনিপুর এলাকায় একটি স্পিনিং মিলে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে মনিপুর এলাকার ইউটা স্পিনিং মিলের আগুন নিয়ন্ত্রণে আনে।
নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তাশারফ হোসেন।
তিনি জানান, মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে প্রতিষ্ঠানটির তুলার গুদামে আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ও শ্রীপুরসহ ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ‘আগুন আর ছড়ানোর সম্ভাবনা নেই। তবে গুদামের তুলা পোড়ায় এখনও ধোঁয়া বের হচ্ছে।’
তিনি জানান, অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। গুদামের ভেতরে কেউ আটকে পড়েছে এমন তথ্যও নেই।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল হামিদ মিয়া বলেন, ‘আগুনে ইউটা স্পিনিং মিলের টিনশেডের গুদামে থাকা বিপুল পরিমাণ তুলা পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।’