বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মোংলায় বাল্কহেড ডুবি: দুইজনের মরদেহ উদ্ধার

  •    
  • ১৬ নভেম্বর, ২০২১ ১৮:২৯

মোংলা বন্দরের হারবাড়িয়ার-৯ নম্বর বয়া এলাকায় বিদেশি জাহাজ ‘এলিনা বি’ থেকে ৬০০ টন কয়লা নিয়ে সোমবার রাত ১০টার দিকে বাল্কহেড ‘ফারদিন-১’ ঢাকায় যাচ্ছিল। পণ্য খালাস শেষে বন্দর ত্যাগ করার সময় হ্যান্ডিপার্ক নামে অপর একটি বিদেশি বাণিজ্যিক জাহাজ বাল্কহেডটিকে ধাক্কা দিলে কয়েকজন নদীতে ছিটকে পড়েন।

মোংলা বন্দরে কয়লাবোঝাই বাল্কহেড ডুবির ঘটনায় নিখোঁজ নাবিকদের মধ্যে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বাল্কহেডের ভেতর থেকে মঙ্গলবার সন্ধ্যার দিকে সুকানি (চালক) মহিউদ্দিন ও কর্মচারী নূর ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। তাদের বাড়ি পিরোজপুর জেলায়।

মোংলা পশ্চিম জোনের মিডিয়া উইংয়ের অফিসার মো. আবু মোসা নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এই কর্মকর্তা জানান, রায়হান চৌধুরী ও মো. রুবেল নামে দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ আছেন মো. রবিউল, মো. জিয়াদ ও মো. মাসুম নামে তিনজন। মোংলা বন্দরের হারবাড়িয়ার-৯ নম্বর বয়া এলাকায় বিদেশি জাহাজ ‘এলিনা বি’ থেকে ৬০০ টন কয়লা নিয়ে সোমবার রাত ১০টার দিকে বাল্কহেড ‘ফারদিন-১’ ঢাকায় যাচ্ছিল। পণ্য খালাস শেষে বন্দর ত্যাগ করার সময় হ্যান্ডিপার্ক নামে অপর একটি বিদেশি বাণিজ্যিক জাহাজ বাল্কহেডটিকে ধাক্কা দিলে কয়েকজন নদীতে ছিটকে পড়েন।

ডুবে যাওয়া বাল্কহেড এম ভি ফারদিন-১ এর মালিক মো. মানিক বলেন, ‘বাল্কহেড জেনেই ইস্টার্ন ক্যারিয়ার এটি ভাড়া নেয়। এই বাল্কহেডে আমরা বালু পরিবহন করি। ওই ক্যারিয়ার প্রতিষ্ঠান আমাদের কয়লা পরিবহনে বাধ্য করেছিল।’

মোংলা বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ডুবে যাওয়া ফারদিন-১ বাল্কহেডটির চলাচলে নিজস্ব কোনো যোগাযোগ (যান্ত্রিক বার্তা আদান প্রদান) ব্যবস্থা নেই। ফলে বাল্কহেডের চালক জানতে পারেনি ওই সময় মাদার ভেসেল (বিদেশি জাহাজ) মুভমেন্ট হচ্ছিল। এ সময় পণ্য খালাস করে যাওয়ার পথে বিদেশি জাহাজটি সঙ্গে বাল্কহেডটির সংঘর্ষ হয়।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন বলেন, ‘বিদেশি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যাওয়া বাল্কহেডটি সম্পূর্ণ বেআইনিভাবে পণ্য পরিবহন করছিল। নিয়ম অনুযায়ী বাল্কহেড বালু পরিবহন ছাড়া অন্য কোনো পণ্য পরিবহন করতে পারবে না।’

এ বিভাগের আরো খবর