বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এসএসসির তৃতীয় দিনে অনুপস্থিত ৩ হাজারের বেশি

  •    
  • ১৬ নভেম্বর, ২০২১ ১৭:৩৩

৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মঙ্গলবার রসায়ন (তত্ত্বীয়) পরীক্ষা হয়। এ বিষয়ের পরীক্ষায় পরীক্ষার্থী ছিল ৪ লাখ ৯২ হাজার ৩৮০ জন। এর মধ্যে উপস্থিত ছিল ৪ লাখ ৮৯ হাজার ১৩৩ জন। এই হিসাবে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ২৪৭ জন।

এসএসসি পরীক্ষার তৃতীয় দিনে ৯টি শিক্ষা বোর্ডে তিন হাজারের বেশি পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া নকল করার অভিযোগে চার শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মঙ্গলবার রসায়ন (তত্ত্বীয়) পরীক্ষা হয়। এ বিষয়ের পরীক্ষায় পরীক্ষার্থী ছিল ৪ লাখ ৯২ হাজার ৩৮০ জন। এর মধ্যে উপস্থিত ছিল ৪ লাখ ৮৯ হাজার ১৩৩ জন। এই হিসাবে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ২৪৭ জন।

শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে মঙ্গলবার এসব তথ্য জানানো হয়।

এসএসসি পরীক্ষার তৃতীয় দিনে ঢাকা বোর্ডের অধীনে ৪২৩টি কেন্দ্রে ১ লাখ ৩০ হাজার ৪১৬ জন অংশ নেয়ার কথা থাকলেও ১ লাখ ২৯ হাজার ৪৬৪ পরীক্ষার্থী অংশ নেয়। প্রথম দিনের পরীক্ষায় ৯৫২ জন পরীক্ষার্থী কেন্দ্রে যায়নি।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২০৪ পরীক্ষা কেন্দ্রে ৩০ হাজার ৫৪৬ জনের মধ্যে ৩০ হাজার ৩২৪ জন উপস্থিত ছিল। ২২২ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি।

রাজশাহী শিক্ষা বোর্ডের ২৬৮টি পরীক্ষা কেন্দ্রে ৭৯ হাজার ৮৩৬ জনের মধ্যে ৭৯ হাজার ৪২৩ জন উপস্থিত ছিল। ৪১৩ জন পরীক্ষায় অংশ নেয়নি।

বরিশাল শিক্ষা বোর্ডের ১৭৮টি পরীক্ষা কেন্দ্রে ২৪ হাজার ১০৪ জনের মধ্যে ২৩ হাজার ৯৪৬ শিক্ষার্থী উপস্থিত ছিল। ১৫৮ পরীক্ষার্থী উপস্থিত হয়নি।

সিলেট শিক্ষা বোর্ডের ১৪৬টি পরীক্ষা কেন্দ্রে ২০ হাজার ২০৮ জনের মধ্যে ২০ হাজার ৫৩ শিক্ষার্থী উপস্থিত ছিল। ১৫৫ পরীক্ষার্থী কেন্দ্রে যায়নি।

দিনাজপুর শিক্ষা বোর্ডের ২৭৫টি পরীক্ষা কেন্দ্রে ৭৭ হাজার ৩৪৫ জনের মধ্যে ৭৬ হাজার ৯০৮ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। ৪৩৭ জন অনুপস্থিত ছিল।

কুমিল্লা শিক্ষা বোর্ডের ২৬৮ পরীক্ষা কেন্দ্রে ৫৩ হাজার ৩২৫ জনের মধ্যে ৫২ হাজার ৮৯১ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। ৪৩৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ১৪৭টি পরীক্ষা কেন্দ্রে ৩৯ হাজার ৯৮৪ জনের মধ্যে ৩৯ হাজার ৭১২ শিক্ষার্থী উপস্থিত ছিল। ২৭২ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

যশোর শিক্ষা বোর্ডের ২৯১টি পরীক্ষা কেন্দ্রে ৩৬ হাজার ৬১৬ জনের মধ্যে ৩৬ হাজার ৪১২ শিক্ষার্থী উপস্থিত ছিল। ২০৪ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

সাধারণত প্রতি বছর ফেব্রুয়ারি মাসে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হলেও এ বছর করোনা মহামারির কারণে এই পাবলিক পরীক্ষা নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নেয়ার ঘোষণা দেয় সরকার।

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন। গতবারের চেয়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৭৯ হাজার ৩৩৪ জন বেড়েছে। গতবার পরীক্ষার্থী ছিল ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন।

মোট ২৯ হাজার ৩৫টি স্কুল, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের ২২ লাখ ২৭ হাজার ১১৩ পরীক্ষার্থীর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল।

করোনাভাইরাসের সংক্রমণ শুরু হলে ২০২০ সালের ১৭ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। দেড় বছর পর ১২ সেপ্টেম্বর খুলে দেয়া হয় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান।

এ বিভাগের আরো খবর