বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘পাচারের জন্য’ ওষুধ নেয়ায় খুলনা মেডিক্যালের কর্মী আটক

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৬ নভেম্বর, ২০২১ ১৭:২১

পরিচালকের কক্ষে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে মনিরা ওষুধ পাচারের বিষয়টি স্বীকার করেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে। তার লকার থেকে আরও ওষুধ পাওয়া গেছে। পরিচালক রবিউল হাসান জানান, বিষয়টি তদন্তের জন্য ৫ সদস্যের কমিটি করা হয়েছে। আউটসোসিংয়ের কর্মচারী হওয়ায় মনিরার বিষয়ে ঠিকাদারের কাছে কৈফিয়ত চাওয়া হয়েছে।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ওষুধ পাচারের অভিযোগে এক নারী কর্মচারীকে আটক করেছে কর্তৃপক্ষ। তার কাছ থেকে পাচারের জন্য সংগ্রহ করা ওষুধভর্তি ব্যাগ জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

হাসপাতালের গেট থেকে মঙ্গলবার দুপুরে তাকে আটক করা হয়েছে বলে জানান হাসপাতালের পরিচালক রবিউল হাসান।

তিনি জানান, ওই নারীর নাম মনিরা বেগম। তিনি আউটসোর্সিংয়ের মাধ্যমে এই হাসপাতালে কাজ নিয়েছিলেন।

পরিচালক ও হাসপাতাল সুত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে অপারেশন থিয়েটার থেকে একটি ব্যাগে ওষুধ নিয়ে মনিরা বেগম বের হয়ে যাচ্ছিলেন। ফটকে দায়িত্বরত আনসার সদস্যরা সন্দেহে ভিত্তিতে সেই ব্যাগ তল্লাশি করে ওষুধগুলো জব্দ করে।

পরিচালকের কক্ষে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে মনিরা ওষুধ পাচারের বিষয়টি স্বীকার করেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে। তার লকার থেকে আরও ওষুধ পাওয়া গেছে।

পরিচালক রবিউল হাসান জানান, এই পাচার কাজের সঙ্গে আরও কেউ জড়িত কি না তা তদন্তের জন্য ৫ সদস্যের কমিটি করা হয়েছে। আউটসোসিংয়ের কর্মচারী হওয়ায় মনিরার বিষয়ে ঠিকাদারের কাছে কৈফিয়ত চাওয়া হয়েছে।

তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে মনিরার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

এ বিভাগের আরো খবর