নোয়াখালীর বেগমগঞ্জে কিশোরীকে অপহরণ করে তিন মাস আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকির অভিযোগে মামলায় একজন গ্রেপ্তার হয়েছেন।
টাঙ্গাইলের সখিপুর থেকে মঙ্গলবার দুপুরে তাকে গ্রেপ্তার করে বেগমগঞ্জ থানা পুলিশ।
গ্রেপ্তার যুবকের নাম কামাল হোসেন। বেগমগঞ্জের নরোত্তমপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে তার বাড়ি।
চার জনকে আসামি করে বেগমগঞ্জ থানায় রোববার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করে ওই কিশোরী।
বাকি আসামিরা হলেন, আবদুল্ল্যাহ আল মামুন, মো. নাছের ও মো.ফরহাদ। তাদের সবার বাড়ি বেগমগঞ্জে।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক এসব নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘মামলার পর ওই কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। প্রধান আসামি কামাল হোসেনকে টাঙ্গাইলের সখিপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাকে আদালতে তোলা হবে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’
মামলার এজাহারে বলা হয়, এলাকার কিছু যুবক তাকে স্কুলে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করত। একপর্যায়ে গত ২৬ আগস্ট সকালে স্কুলে যাওয়ার সময় মামুন, কামাল, নাছের ও ফরহাদ তাকে অপহরণ করে একটি বাড়িতে নিয়ে যান। সেখানে মামুন ও কামাল তাকে ধর্ষণ করেন।
এরপর ২৮ সেপ্টেম্বর দুপুরে তারা তাকে টাঙ্গাইলের শহিদপুর গ্রামের একটি বাড়িতে আটকে রাখেন। সেখানেও ওই যুবকরা তাকে ধর্ষণ করেন। সেই ঘটনায় ভিডিও করে রাখেন তারা।
৯ নভেম্বর কৌশলে পালিয়ে নিজের বাড়িতে ফিরে আসে কিশোরী। শারীরিকভাবে কিছুটা সুস্থ হলে রোববার রাতে মামলা করা হয়।