শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অনুসরণ করেন বিশ্বের অনেক রাষ্ট্রনায়ক।
প্রধানমন্ত্রীর ‘উইটসা এমিনেন্ট পার্সনস অ্যাওয়ার্ড’-এ ভূষিত হওয়ায় মঙ্গলবার ঢাকায় আনন্দ মিছিল আয়োজন করে স্বেচ্ছাসেবক লীগ। বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে শেষ হয় শহীদ মিনারে। মিছিলে সংগঠনটির কয়েক শ নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সংগঠনটির সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, ‘করোনার সময়ে যখন পৃথিবীর বহু দেশের অর্থনীতির চাকা অচল হয়ে যায়, সে সময় বাংলাদেশের অর্থনীতি ছিল সচল। উন্নয়নকে ধরে রাখার জন্য শেখ হাসিনার প্রজ্ঞা এবং রাষ্ট্র পরিচালনায় সফলতা যেকোনো দেশের জন্য অনুকরণীয়।’
তিনি আরও বলেন, ‘বৈশ্বিক মহামারি করোনায় পৃথিবীর বহু উন্নত ও সমৃদ্ধ দেশের রাষ্ট্রনায়করা তাদের জাতির কাছে হতাশা এবং অপারগতা প্রকাশ করেছে। কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী একটি দিনের জন্যও হতাশা এবং অপারগতা প্রকাশ করেননি। বরং গণভবনে থেকে কখনও ভিডিও কনফারেন্স বা টেলিফোনের মাধ্যমে জনগণের পাশে থাকার জন্য প্রশাসনের পাশাপাশি আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনকে নির্দেশনা দিচ্ছেন। তাই পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে মৃত্যুর হার ছিল কম।’
শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নেতা-কর্মীদের নিয়ে ভ্যানগার্ড হিসেবে রাজপথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন গুহ।
স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বলেন, ‘সারা পৃথিবী এখন প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে থাকছে। করেনাকালীন পৃথিবীর রাষ্ট্রনায়করা যখন হিমশিম খাচ্ছিলেন, সে সময় প্রধানমন্ত্রী লাখ লাখ মানুষকে ত্রাণের আওতায় এনেছেন। বিভিন্ন সেক্টরে হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিয়ে অর্থনীতিকে সচল করে রেখেছেন। এ জন্য প্রধানমন্ত্রী এখন সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত হয়েছেন।’
সমাবেশে অন্যদের মধ্যে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান নাঈম, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক তারেক সাঈদ বক্তব্য রাখেন।