ঢাকার সাভারে স্ত্রীকে জখম করার পর এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেছে বলে জানিয়েছে পুলিশ।
উপজেলার আশুলিয়া ইউনিয়নের জিরানী কোণাপাড়া এলাকায় মঙ্গলবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
যিনি আত্মহত্যার চেষ্টা করেছেন তার নাম মোর্শেদ আলী। তার স্ত্রী লাইলি বেগমকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
মোর্শেদ ও লাইলি পোশাকশ্রমিক। জিরানী কোণাপাড়ায় একটি ভাড়া বাসায় থাকেন এই দম্পতি।
নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আউয়াল হোসেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, মঙ্গলবার সকালে দাম্পত্য কলহের জেরে ধারাল কাঁচি দিয়ে লাইলির গলায় আঘাত করেন মোর্শেদ। এরপর নিজের শরীরে গরম পানি ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। পরে বাড়ির মালিক ও প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
পুলিশ জানায়, এ ঘটনায় অভিযুক্ত মোর্শেদকে আটক করা হয়েছে। তাকে পুলিশি নিরাপত্তায় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এসআই আউয়াল বলেন, ‘লাইলিকে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোর্শেদকে উদ্ধার করে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি করেছি। লাইলির পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আমরা মামলা নেব।’