চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের চিকিৎসক মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
৬২ বছর বয়সী ফকির আহমেদ মিরসরাই পৌরসভা বিএনপির আহ্বায়ক ছিলেন। ১৮ অক্টোবর হাটহাজারীতে মন্দির ভাঙচুরের নির্দেশদাতা হিসেবে তাকেসহ তিন বিএনপি নেতাকে আটক করে পুলিশ। ওইদিন মন্দির ভাঙচুর মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় তাকে।
বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার দেওয়ান তারিকুল ইসলাম।
তিনি নিউজবাংলাকে বলেন, ‘মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শুরুতে তার বুকে ব্যাথা ছিল। আমরা ধারণা করছি হার্ট অ্যাটাকে ফকিরের মৃত্যু হয়েছে। তবে এখনও আমরা রেকর্ডপত্র পাইনি। হাসপাতাল থেকে তথ্য পেলে বিস্তারিত জানা যাবে।’
তিনি আরও বলেন, ‘তার মরদেহ একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরতহাল করেছেন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত হবে। তারপর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’