পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নে নির্বাচনি সহিংসতায় গুলিবিদ্ধ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহাবুব শুভ মারা গেছেন।
ঢাকার একটি বেসরকারি হাসপাতালে সোমবার রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।
বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন পিরোজপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাঈদুল্লাহ লিটন।
মল্লিকবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় ৭ নভেম্বর রাত পৌনে ৮টার দিকে গুলিবিদ্ধ হয়েছিলেন ফয়সাল মাহাবুব। শংকরপাশা ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী তোফাজ্জল হোসেনের পক্ষে প্রচার চালানোর সময় তার ওপর হামলা হয়।
আহত ফয়সালকে শুরুতে নেয়া হয় পিরোজপুর জেলা হাসপাতালে। প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠানো হয় খুলনা মেডিক্যালে। সেখানে অবস্থার অবনতি হলে ৮ নভেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে আনা হয় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে।
এ ঘটনায় ৮ নভেম্বর জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক ও আনারস প্রতীকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নাসির উদ্দিনসহ ৩৬ জনের নামে পিরোজপুর সদর থানায় মামলা করেন নৌকা প্রতীকের প্রার্থী তোফাজ্জল হোসেন।
পুলিশ এ পর্যন্ত প্রধান আসামি নাসিরসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে।