ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় মোহাম্মদ শাহনেওয়াজ নামে এক হাজতিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
কারারক্ষী নায়েক এনামুল হক জানান, ৯৫ বছর বয়সী ওই হাজতি যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত। বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি।
সোমবার সন্ধ্যার দিকে হাজতি মোহাম্মদ শাহনেওয়াজের শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে জেল কর্তৃপক্ষের নির্দেশে তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। রাত পৌনে ৯টায় পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
কারারক্ষী এনামুল হাজতির বাবার নাম মো. কদর আলী জানালেও তার বাড়ি কোথায়, কোন এলাকার যুদ্ধাপরাধী, সে বিষয়ে আমি কিছু বলতে পারেননি।
ঢাকা মেডিক্যাল কলেজের পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, ‘মৃত ঘোষণার পর যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত হাজতির মরদেহটি জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।’