বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জামিন পাননি ছাত্র অধিকারের ৪ নেতা

  •    
  • ১৫ নভেম্বর, ২০২১ ২৩:১৪

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনে প্রতিবাদ জানাতে গেলে ছাত্র ও যুব অধিকার পরিষদের সদস্যদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ২৭ মার্চ জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এই চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। ছয়বার জামিনের আবেদন করে তারা বিফল হন।

শাহবাগ থানায় পুলিশের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় জজ কোর্টে দ্বিতীয় দফায় আবেদন করেও জামিন পাননি ছাত্র অধিকারের চার নেতা।

ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ সোমবার তাদের জামিন আবেদন নাকচ করেন।

আসামিরা হলেন- ছাত্র অধিকার পরিষদের সাবেক কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী রবিউল হাসান, ঢাকা কলেজ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল করিম সোহাগ, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক ও সরকারি বাংলা কলেজের শিক্ষার্থী আল-আমিন এবং ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক ও খিলগাঁও মডেল কলেজের শিক্ষার্থী মো. সজল মিয়া।

জামিন আবেদনের পক্ষে ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মাসুদ আহমেদ তালুকদার শুনানি করেন। এছাড়াও আসামিপক্ষে ছিলেন আইনজীবী খাদেমুল ইসলাম ও মো. পারভেজ জামিন।

রাষ্ট্রপক্ষে অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের সহকারি কমিশনার (এসি) ফরিদ আহমেদ জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে বিচারক তাদের জামিন নাকচ করে আদেশ দেন।

স্বাধীনতার সুবর্ন জয়ন্তি উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনে প্রতিবাদ জানাতে গেলে ছাত্র ও যুব অধিকার পরিষদের সদস্যদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ২৭ মার্চ জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এই চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারের পর ছাত্র অধিকার পরিষদের নেতাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তাদের মুক্ত করতে আইনজীবীরা ছয়বার জামিনের আবেদন করে বিফল হন। মহানগর দায়রা জজ আদালতেই তাদের জামিন আবেদন নাকচ হয়েছে দুইবার।

এ বিভাগের আরো খবর