বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

  •    
  • ১৫ নভেম্বর, ২০২১ ২১:১৯

সাংবাদিকদের প্রশ্নের জবাবে লর্ড তারিক আহমেদ বলেন, ‘দেশে শক্তিশালী বিরোধীদল আর সুশীল সমাজ খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেক দেশের গণতন্ত্রের জন্যই অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। বাংলাদেশে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন হবে বলে প্রত্যাশা করে যুক্তরাজ্য।’

রোহিঙ্গা সমস্যার সমাধানে যুক্তরাজ্যের জোরালো ভুমিকা প্রত্যাশা করেছে বাংলাদেশ। এই সমস্যা কেবল বাংলাদেশই নয়, আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি-স্থীতিশীলতার জন্য প্রতিবন্ধক বলেও মনে করে বাংলাদেশ।

ফরেন সার্ভিস একাডেমিতে সোমবার বিকালে ‘বাংলাদেশ-যুক্তরাজ্যের অংশীদারত্বের অগ্রগতি’ শীর্ষক সংলাপে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এতে যুক্তরাজ্য পক্ষ্যে নেতৃত্ব দেন দেশটির অব উম্বিলটন, কমনওয়েলথ, জাতিসংঘ ও দক্ষিণ এশিয়া বিষয়ক প্রতিমন্ত্রী লর্ড তারিক আহমেদ।

তারিক বলেন, ‘রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বড় একটা চ্যালেঞ্জ কাঁধে তুলে নিয়েছে বাংলাদেশ। মানবতার বড় একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সংকট সম্পর্কে আমরা সবাই জানি। এর সমাধান না হওয়া পর্যন্ত বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্য আছে এবং থাকবে।

‘রোহিঙ্গাদের ভাসানচরে স্বেচ্ছায় স্থানান্তরিত হওয়া ভালো সিদ্ধান্ত, কিন্তু তাদের নিজ দেশে প্রত্যাবাসনই একমাত্র সমাধান। এ বিষয়ে রাজনৈতিক ঐক্যমত খুবই জরুরি। এই সমস্যা জিয়ে রাখার কোন অর্থই হতে পারে না।’

সংলাপে মাসুদ বিন মোমেন সদ্য শেষ হওয়া স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত কপ টুয়েন্টি সিক্সকে বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় শুভ সুচনা বলেও উল্লেখ করেন।

এ সময় লর্ড তারিক বলেন, ‘বাংলাদেশ জলবায়ু মোকাবিলা করে সারাবিশ্বের কাছে অনুকরণীয় ও অনুসরণীয়।’

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারিক বলেন, ‘ভারত মহাসাগরের নিরাপত্তা ইস্যুতে যুক্তরাজ্যের বেশ কিছু প্রস্তাব আছে। বিশেষ করে বিনিয়োগ ও উন্নয়নে। দেশে শক্তিশালী বিরোধীদল আর সুশীল সমাজ খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেক দেশের গণতন্ত্রের জন্যই অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। বাংলাদেশে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন হবে বলে প্রত্যাশা করে যুক্তরাজ্য।’

ইন্দো প্যাসেফিক জোট নিয়ে তিনি বলেন, ‘ভারত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশের নেতৃত্বকে স্বাগত জানায় যুক্তরাজ্য। আমরা আশা করি আইপিএস বিষয়ে বাংলাদেশ দায়িত্বশীল অবস্থান নেবে। বাংলাদেশ ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) চেয়ারের দায়িত্ব পেতে চলেছে। আমরা আশা করি বাংলাদেশ খুব ভালোভাবে এর নেতৃত্বের মধ্য দিয়ে এগিয়ে যাবে।’

তারিক জানান, বাংলাদেশের শিক্ষার উন্নয়নে যুক্তরাজ্য সহায়তা দিয়ে আসছে। এই খাতে যুক্তরাজ্য আর ৫৪ মিলিয়ন ইউরো সহায়তা দেবে।

এ বিভাগের আরো খবর