বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইকো পার্কে অভিযান: জব্দ বন্য প্রাণী ও চামড়া

  •    
  • ১৫ নভেম্বর, ২০২১ ২১:০৫

বাগেরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর ই আলম সিদ্দিকী বলেন, ‘অভিযানে একটি হনুমান, একটি ময়ূর, ৭টি বক, ৫টি বানর, ৫টি অস্ট্রেলিয়ান ঘুঘু, ২টি কচ্ছপ, ২টি উটপাখি ও ২টি মাছমুরাল পাখির পাশাপাশি হরিণের ৬টি শিং, ৬টি চামড়া, একটি ভাল্লুক ও একটি ক্যাঙ্গারুর চামড়া এবং একটি তিমির কঙ্কাল জব্দ করা হয়েছে।’ 

বাগেরহাটের একটি ইকো পার্ক থেকে অবৈধভাবে রাখা বন্য প্রাণী ও বেশ কিছু চামড়া জব্দ করেছে র‍্যাব ও বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।

সদর উপজেলার রণজিতপুর এলাকার চন্দ্রমহল ইকো পার্কে সোমবার দুপুর ১২টার দিকে অভিযান চালিয়ে এসব জব্দের পর ৫০ হাজার টাকা জরিমানা করা হয় পার্কের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী চাকলাদারকে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাগেরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর ই আলম সিদ্দিকী।

তিনি বলেন, ‘জব্দ চামড়া ও বন্য প্রাণী রাখার বৈধ কাগজ দেখাতে না পারায় বন্য প্রাণী সংরক্ষণ আইনে পার্কের ব্যবস্থাপনা পরিচালককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

‘অভিযানে একটি হনুমান, একটি ময়ূর, ৭টি বক, ৫টি বানর, ৫টি অস্ট্রেলিয়ান ঘুঘু, ২টি কচ্ছপ, ২টি উটপাখি ও ২টি মাছমুরাল পাখির পাশাপাশি হরিণের ৬টি শিং, ৬টি চামড়া, একটি ভাল্লুক ও একটি ক্যাঙ্গারুর চামড়া এবং একটি তিমির কঙ্কাল জব্দ করা হয়েছে।’

এ বিভাগের আরো খবর