টাকার বিনিময়ে টিকা দেয়ার অভিযোগে নোয়াখালীর সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্বাস্থ্যকর্মীকে বদলি করা হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটিও করা হয়েছে।
উপজেলার চর জব্বার ইউনিয়নের চর হাসান ভূঁইয়ার হাট এলাকার রেড ক্রিসেন্ট উচ্চ বিদ্যালয় টিকাদান কেন্দ্রে সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
বেলা আড়াইটা পর্যন্ত এই টিকাদান কেন্দ্রে ১২৬ শিশু টিকা নেয়। এর মধ্যে শতাধিক শিশুকে ৫০ টাকার বিনিময়ে টিকা দেয়ার অভিযোগ ওঠে।
বদলি হওয়া কর্মীর নাম মহিব উল্যাহ। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই পোর্টার বা টিকাবাহক হিসেবে কর্মরত ছিলেন।
বিষয়টি সোমবার বিকেলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান।
অভিযোগ ছিল, উপজেলার চর জব্বার ইউনিয়নের চর হাসান গ্রামে টাকার বিনিময়ে শিশুদের টিকা দিয়েছেন মহিব উল্যাহ। এ সংক্রান্ত একটি ভিডিও দুপুর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে থাকে।
হাসপাতালটির চিকিৎসা কনসালটেন্ট মাসুম বিল্লাহকে আহ্বায়ক করে বিকেলে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
এ বিষয়ে মাসুম বিল্লাহ জানান, ‘প্রাথমিকভাবে এই অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আমাদের তদন্ত অব্যাহত রয়েছে।’
এ বিষয়ে মহিব উল্যাহ বলেন, ‘আজকে একটা ঝামেলা হয়ে গেছে। আমি টাকা নেয়ার জন্য কাউকে চাপাচাপি করি না। মানুষে যদিও টাকা দেয় আমরা এটা নিয়ে পারাপারি করি না। একটা মহিলা নাকি অভিযোগ করেছে। আমি কিছুই বুঝতেছি না।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান জানান, প্রাথমিক তদন্তে মহিব উল্যার বিরুদ্ধে টাকার বিনিময়ে কেন্দ্রে শিশুদের টিকা দেয়ার সত্যতাও পাওয়া গেছে। এরই পরিপ্রেক্ষিতে তাকে শাস্তিস্বরূপ বদলি করে তার বেতন ভাতা স্থগিত করা হয়েছে।
আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন হাতে পেলে তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে বলেও জানান এ কর্মকর্তা।