লালমনিরহাটের বুড়িরহাট-লোহাকুচি সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ ফেরতের দাবিতে মানববন্ধন করেছেন নিহতদের স্বজন ও গ্রামবাসী।
সোমবার দুপুরে কালীগঞ্জ উপজেলার ময়নাচড়া বাজারের কর্মসূচিতে যোগ দেন পাঁচ শতাধিক মানুষ।
সীমান্তের ৯১৭.৫ এস পিলার হয়ে ভারত থেকে গরু আনতে গিয়ে গত ১২ নভেম্বর বিএসএফের গুলিতে নিহত হয়েছিলেন দুই বাংলাদেশি।
তারা হলেন কালীগঞ্জ উপজেলার ময়নাচড়া মালগাড়া এলাকার ইদ্রিস আলী ও বালাটারী গ্রামের আসাদুজ্জামান ভাষানী।
মানববন্ধনে নিহত ইদ্রিস আলীর ভাই একরামুল হক বলেন, ‘জন্মসূত্রে আমরা বাংলাদেশি। আমাদের ভোটার আইডি কার্ড আছে। তারপরও বিএসএফ দাবি করছে নিহতরা বাংলাদেশি না।
‘আমার ভাইয়ের তিন সন্তান। ওরা তাদের বাবাকে দাফন করতে চায়। সিলেট সীমান্তে যদি মরদেহ ফেরত দেয়া হয়, তবে আমরা কেন পাব না?’
গোড়ল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য এনামুল হক রাজা বলেন, ‘বিএসএফ বিভিন্ন সময় বাংলাদেশিদের হত্যা করছে। আগে মরদেহ ফেরত দিত, এখন আর দিতে চায় না। বিজিবির কাছেও গিয়েছিলাম। তারাও কিছু বলছে না।’
স্থানীয় জয়নাল আবেদীন বলেন, ‘চার দিন পেরুলেও ওরা মরদেহ ফেরত দিচ্ছে না। দ্রুত সময়ের মধ্যে মরদেহ ফেরত দেয়ার দাবি জানাচ্ছি।’