জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় সমাজবিজ্ঞান অনুষদভুক্ত বি ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, জাবির ওয়েবসাইটে সোমবার দুপুরে ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল দেখা যাবে https://juniv.edu/ ওয়েবসাইটে।
এ বছর বি ইউনিটের পরীক্ষায় ৩২৬টি আসনের বিপরীতে আবেদন করেন ২৩ হাজার ৭৯১ শিক্ষার্থী। প্রতি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন ১০৫ জন।
পরীক্ষায় পাস করেছেন ৬ হাজার ২২৬ জন। পাসের হার ২৬ শতাংশ। মোট আসনের ১০ গুণ শিক্ষার্থীর ফল প্রকাশ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক রাশেদা আখতার নিউজবাংলাকে জানান, বি ইউনিটে ছেলেদের মধ্যে ৭৭ দশমিক ৩৬ নম্বর পেয়ে এবং মেয়েদের মধ্যে ৭৫ দশমিক ০২ নম্বর পেয়ে দুইজন প্রথম হয়েছেন।