পাবনার সদরে অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ ২ ভাইকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
উপজেলার হেমায়েতপুরে সোমবার ভোরে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চরভবানীপুর গ্রামের ইকবাল হোসেন ও মান্নু ব্যাপারী।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাতে সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চরভবানীপুর গ্রামে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। সেখানে নিজ বাড়ি থেকে দুজনকে আটক করা হয়।
সেখানে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, দুটি দেশি ওয়ান শুটারগান ও সাত রাউন্ড কার্তুজ জব্দ করা হয়।
এ ঘটনায় সদর থানায় অস্ত্র আইনে মামলা করে আটকদের থানায় হস্তান্তর করা হয়। সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশের ওসি।