বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

লালশাক, পুঁইশাকের সঙ্গে গাঁজা চাষ

  •    
  • ১৫ নভেম্বর, ২০২১ ১৫:২১

কেন্দুয়া থানার ওসি কাজী শাহ নেওয়াজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোনাপাড়া গ্রামের ওয়াসিম মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। তার বসতঘরের পাশের সবজি বাগানে লালশাক, পুঁইশাক, ডাটাশাক, টমেটোসহ বিভিন্ন গাছের সঙ্গে গাঁজা গাছ পাওয়া যায়।

নেত্রকোণার কেন্দুয়ায় সবজি বাগান থেকে ১৪ ফুট উচ্চতার একটি গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে বাগানের মালিককে।

কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের পাচহার কোনাপাড়া গ্রাম থেকে রোববার রাত সাড়ে ১০টার দিকে গাছটি উদ্ধার করা হয়।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ নিউজবাংলাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোনাপাড়া গ্রামের ওয়াসিম মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। তার বসতঘরের পাশের সবজি বাগানে লালশাক, পুঁইশাক, ডাটাশাক, টমেটোসহ বিভিন্ন গাছের সঙ্গে গাঁজা গাছ পাওয়া যায়।

গাছটি লম্বায় ১৪ ফুট ও ওজন প্রায় ১৬ কেজি। এটি উপড়ে থানায় নেয়া হয়েছে। গাঁজার চাষ করায় আটক করা হয় ওয়াসিমকে।

ওসি বলেন, ‘ওয়াসিম নিজে সেবন ও বিক্রির জন্য গাঁজা চাষ করেছিলেন। এ ঘটনায় উপপরিদর্শক (এসআই) তানভীর আহমেদ ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার নামে মামলা করেন। মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

‘গাঁজা গাছের আবাদ দণ্ডনীয় অপরাধ। এই আইনের সর্বোচ্চ শাস্তি পাঁচ বছরের কারাদণ্ড।’

এ বিভাগের আরো খবর