খুলনার রূপসায় বাসের চাপায় এক আনসার সদস্য নিহত হয়েছেন।
উপজেলার আলাইপুর আনসার ক্যাম্পের সামনে সোমবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশাররফ হোসেন।
নিহত আনসার সদস্যের নাম ইউসুফ আলী। তার বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।
দুর্ঘটনার পর বাসটি জব্দ করে থানায় হস্তান্তর করেছেন স্থানীয়রা।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার সকাল ৯টার দিকে রূপসা আনসার ক্যাম্পের সামনে রূপসা-মোংলাগামী যাত্রীবাহী বাস মিথি ক্ল্যাসিক ইউনুস আলীকে চাপা দেয়।
এরপর তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশাররফ হোসেন জানান, বাসটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হবে।