ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ বলেন, ‘সংবর্ধনার আয়োজন করেছেন এলাকাবাসী। এতে বিভিন্নভাবে শুভেচ্ছা জানানো হয়। এক পর্যায়ে ভালোবেসে টাকার মালা বানিয়ে আমাকে পরিয়ে দেয়া হয়েছে। এতে প্রায় দশ হাজার টাকা রয়েছে।’
টাকার মালায় সংবর্ধনা দেয়া হয়েছে নীলফামারী সদরের কচুকাটা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুর রউফকে।রোববার বিকেলে ইউনিয়নের কোরানীপাড়ায় তাকে সংবর্ধনা দেন এলাকাবাসী।গত বৃহস্পতিবারের নির্বাচনে চশমা প্রতীকে ৬ হাজার ১৩৯ ভোট পেয়ে টানা তৃতীয় বারের মত নির্বাচিত হন আব্দুর রউফ।
তিনি বলেন, ‘সংবর্ধনার আয়োজন করেছেন এলাকাবাসী। এতে বিভিন্নভাবে শুভেচ্ছা জানানো হয়। এক পর্যায়ে ভালোবেসে টাকার মালা বানিয়ে আমাকে পরিয়ে দেয়া হয়েছে। এতে প্রায় দশ হাজার টাকা রয়েছে।’ জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, ‘নির্বাচনের আগের দিন, নির্বাচনের দিন এবং পরের দিন হলে আচরণবিধি ভঙ্গের অপরাধে ব্যবস্থা নেয়ার সুযোগ থাকে, সে সময় পেরিয়ে গেছে।’