বাংলাদেশে চামড়াশিল্পে বিনিয়োগ করতে চায় ইতালি। এ লক্ষ্যে চামড়াশিল্পের কঠিন বর্জ্য দিয়ে জৈব সার ও বিদ্যুৎ উৎপাদন করার সবুজ প্রযুক্তি হস্তান্তরের আগ্রহও প্রকাশ করেছে দেশটি।
বিসিক চেয়ারম্যান মো. মোশতাক হাসানের সঙ্গে রোববার সৌজন্য সাক্ষাতের সময় ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুনযিয়াতা এ আগ্রহ জানান।
রাজধানীর তেজগাঁওয়ে বিসিক ভবনে রাষ্ট্রদূতের সঙ্গে মতবিনিময় শেষে বিসিক চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, ‘চামড়াশিল্পের কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় বাংলাদেশ ও ইতালি যৌথভাবে কাজ করবে। তারা কঠিন বর্জ্য দিয়ে জৈব সার ও বিদ্যুৎ উৎপাদন করার সবুজ প্রযুক্তির সমন্বয়ে একটি বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট স্থাপন করতে চায়। এ প্ল্যান্টে নিরবচ্ছিন্ন বর্জ্য সরবরাহের নিশ্চয়তাও চেয়েছে ইতালি।’
ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুনযিয়াতা বলেন, ‘বাংলাদেশ ও ইতালি যৌথ উদ্যোগে সবুজ প্রযুক্তি হস্তান্তর, বাংলাদেশে ইতালির বিনিয়োগ বৃদ্ধি এবং ভবিষ্যতে যৌথ সম্পর্কের উন্নয়নে আমরা কাজ করতে চাই। তাই খাতসংশ্লিষ্ট বিষয়ের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের কাছে আমরা আগ্রহের কথা জানিয়েছি।’
মতবিনিময়ে বিসিক চেয়ারম্যান ইতালির রাষ্ট্রদূতকে জানান, ২০৪১ সালে শিল্পোন্নত বাংলাদেশ বিনির্মাণে বিসিক একটি মহাপরিকল্পনা প্রণয়ন করেছে। এটি বাস্তবায়িত হলে সারা দেশে ৪০ হাজার একর জমিতে ১০০টি পরিবেশবান্ধব শিল্পপার্ক স্থাপন করা হবে। ইতালিকে বিনিয়োগ বিসিক শিল্প নগরীতে করার আহ্বান জানান সংস্থার চেয়ারম্যান।
এ সময় অতিরিক্ত সচিব (বিসিক, এসএমই ও বিটাক) কাজী সাখাওয়াত হোসেন, বিসিক পরিচালনা পর্ষদের সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।