বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ওরিয়নের এক কোম্পানির আয় বাড়ল, কমল অন্যটির

  •    
  • ১৪ নভেম্বর, ২০২১ ১৯:৫০

ওরিয়ন ফার্মা চলতি বছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি আয় করেছে ৩০ পয়সা। গত বছরের একই সময়ে এই আয় ছিল ৮২ পয়সা। অর্থাৎ আয় কমে গেছে ৫২ পয়সা বা ৬৩.৪১ শতাংশ। ওরিয়ন ইনফিউশন শেয়ার প্রতি আয় করতে পেরেছে ৭২ পয়সা। গত বছরের প্রথম প্রান্তিকে এই আয় ছিল ৪৭ পয়সা আয় হয়েছিল। আয় বেড়েছে ২৫ পয়সা ৫৩.১৯ শতাংশ।

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওরিয়ন গ্রুপের দুটি কোম্পানির মধ্যে ওরিয়ন ফার্মাসিউটিক্যালসের আয় আগের বছরের প্রথম প্রান্তিকে আগের বছরের তুলনায় কমে গেছে। তবে আয় বাড়াতে পেরেছে ওরিয়ন ইনফিউশন।

রোববার কোম্পানি দুটির পরিচালনা পর্ষদের বৈঠক শেষে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসের এই আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়।

ওরিয়ন ফার্মা এই সময়ে শেয়ার প্রতি আয় করেছে ৩০ পয়সা। গত বছরের একই সময়ে এই আয় ছিল ৮২ পয়সা। অর্থাৎ আয় কমে গেছে ৫২ পয়সা বা ৬৩.৪১ শতাংশ।

এই কোম্পানিটি গত ৩০ জুন সমাপ্ত অর্থবছরে আগের তুলনায় আয় অনেকটাই বাড়াতে পেরেছিল কোম্পানিটি। এই এক বছরে শেয়ার প্রতি ৪ টাকা ১ পয়সা আয় হয়। আগের বছর একই সময়ে এই আয় ছিল প্রতি ২ টাকা ৮৪ পয়সা।

আয় বাড়ার পর কোম্পানিটি লভ্যাংশ সামান্য বাড়িয়ে আগের বছরের এক টাকা থেকে করে এক টাকা ২০ পয়সা।

কোম্পানিটির সম্পদও অনেকটাই কমে গেছে। গত ৩০ জুন শেয়ার প্রতি সম্পদ ছিল ৭৯ টাকা ৭৬ পয়সার। তিন মাস পর সেটি কমে হয়েছে ৭২ টাকা ৫৯ পয়সা।

অন্যদিকে গত ৩০ জুন সমাপ্ত অর্থবছরে আয় কমে যাওয়া ওরিয়ন ইনফিউশনের ক্ষেত্রে দেখা গেছে উল্টো চিত্র।

চলতি অর্থবছরের প্রথম তিন মাসে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করতে পেরেছে ৭২ পয়সা। গত বছরের প্রথম প্রান্তিকে এই আয় ছিল ৪৭ পয়সা আয় হয়েছিল। আয় বেড়েছে ২৫ পয়সা ৫৩.১৯ শতাংশ।

জুনে সমাপ্ত অর্থবছরে শেয়ারে ১ টাকা ৩৭ পয়সা আয় করে এক টাকা লভ্যাংশ ঘোষণা করা কোম্পানিটির সম্পদও খানিকটা বেড়েছে।

জুন শেষে শেয়ারের বিপরীতে ১৩ টাকা ১০ পয়সা সম্পদ থাকা কোম্পানিটির সম্পদ তিন মাসে বেড়ে হয়েছে ১৩ টাকা ৮১ পয়সা।

এ বিভাগের আরো খবর