বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ব্যাংকের শাখায় চুরির চেষ্টা, ধরা খেল প্রযুক্তিতে

  •    
  • ১৪ নভেম্বর, ২০২১ ১৯:১৬

শুক্রবার রাত ১ টার দিকে ব্যাংকের উপশাখার ভেতরে দেয়াল ভেঙ্গে ভল্ট রুমে ঢুকে যান চক্রের এক সদস্য হৃদয়। বাইরে অবস্থান করছিলেন অন্য দুই সদস্য মামুন ও রুবেল। ব্যাংক কর্মকর্তাদের জানায়, রাত ১ টা ৪ মিনিটে ব্যাংকের ডিজিটাল সিকিউরিটি সিস্টেমের মাধ্যমে প্রধান কার্যালয়ের সিকিউরিটি মনিটরিং বিভাগে অ্যালার্ম বেজে ওঠে। এতে বুঝা যায় বাড্ডা লিংক রোড উপশাখায় কেউ প্রবেশ করেছে। তখনই প্রধান কার্যালয়ের মনিটরিং টিম জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে বিষয়টি জানায়।

আইএফআইসি ব্যাংকের বাড্ডা উপশাখায় চুরির ঘটনা ঠেকানো গেছে ব্যাংকটির ডিজিটাল সিকিউরিটি সিস্টেমের কারণে। ঘটনার পর পুলিশের ব্রিফিং ও সরেজমিনে ব্যাংকের উপশাখাটি পরিদর্শনের পর এমন তথ্যের সত্যতা পাওয়া গেছে।

আইএফআইসি ব্যাংকের উপশাখাটি গুলশান-বাড্ডা লিংক রোডের সিরাজ সেন্টারের দোতলায় অবস্থিত। বহুতল সিরাজ সেন্টার একটি বাণিজ্যিক ভবন। ভবনের দোতলা থেকে ওপরতলা পর্যন্ত কাঁচের দেয়াল। বাইরে থেকে দেখা যায় দোতলায় কাঁচের দেয়ালের পর ইটের দেয়াল তোলা হয়েছে ভল্টের বাড়তি নিরাপত্তার জন্য। বাইরের দিকে ব্যাংকের বড় বিলবোর্ড। এই বিলবোর্ডের আড়ালে বসেই দেয়াল ভাঙ্গার কাজ করেছিল চোর চক্র।

শুক্রবার রাত ১ টার দিকে ব্যাংকের দেয়াল ভেঙ্গে সরাসরি ভল্ট রুমে ঢুকে যান চক্রের এক সদস্য হৃদয়। বাইরে অবস্থান করছিলেন অন্য দুই সদস্য মামুন ও রুবেল। সেই রাতের একটি সিসিটিভি ফুটেজে দেখা যায় রাত ১ টা ১১ মিনিটে হৃদয় ব্যাংকে ঢুকে ভল্ট ভাঙ্গার চেষ্টা করে। এর দেড় মিনিট পরই ব্যাংকে কারও আসার শব্দ পেয়ে ওই দেয়ালের ফুটো দিয়ে বেরিয়ে যান হৃদয়।

বাড্ডাতে আইএফআইসি ব্যাংকের উপশাখায় চুরির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হন তিনজন। ছবি: নিউজবাংলা

ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, রাত ১ টা ৪ মিনিটে ব্যাংকের ডিজিটাল সিকিউরিটি সিস্টেমের মাধ্যমে প্রধান কার্যালয়ের সিকিউরিটি মনিটরিং বিভাগে অ্যালার্ম বাজতে থাকে। এতে বুঝা যায় বাড্ডা লিংক রোড উপশাখায় কেউ প্রবেশ করেছে। তখনই প্রধান কার্যালয়ের মনিটরিং টিম জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে বিষয়টি জানায়।

এর মধ্যে আবার বিষয়টি ওই ভবনের নিরাপত্তা বিভাগকে জানানো হলে তারা দোতলায় গিয়ে বিষয়টি যাচাই করার চেষ্টা করেন। তাদের উপস্থিতি টের পেয়ে দেয়ালের ফুটো দিয়ে পালিয়ে যায় হৃদয়। এরপর সে পাশের একটি নির্মানাধীন ভবনের বেইজমেন্টের পার্কিংয়ে গিয়ে লুকিয়ে থাকেন।

এরই মধ্যে পুলিশ এসে ভবনকে চারপাশ থেকে ঘিরে ফেলে। তখন পার্কিং থেকে দৌড়ে পালাতে গিয়ে ধরা পড়ে হৃদয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় একটি লোহার শাবল ও হাতুড়ি।

রোববার ব্যাংকের ভিতরে গিয়ে দেখা যায়, ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের কাজ চলছে। এই ঘটনায় ব্যাংকের সার্বিক কার্যক্রম বন্ধ রয়েছে। ক্ষতিগ্রস্ত অংশ ঘুরে দেখতে চাইলে নিরাপত্তার স্বার্থে অনুমতি দেননি ব্যাংক কর্মকর্তারা। এটি মূলত আইএফআইসি ব্যাংকের প্রগতি স্মরণি শাখার উপশাখা।

প্রগতি স্মরণি শাখার ম্যানেজার রিচার্ড সুব্র বারৈ নিউজবাংলাকে জানান, গত ১০ মাস আগে এই উপশাখাটি চালু করা হয়েছিল। এখানে মূলত কোন টাকা গচ্ছিত রাখা হয়না। শুধু দিনে যে টাকা জমা পড়ে তা ভল্টে সংরক্ষণ করা হয়। সন্ধ্যায় সব টাকা প্রগতি স্মরণি শাখায় নিয়ে জমা করা হয়। তাই এখানে রাতে কোন নিরাপত্তাকর্মী রাখা হয়না।

‘তাছাড়া এই ঘটনার মধ্য দিয়ে আমাদের সিকিউরিটি সিস্টেম কতটা কার্যকার সেটার প্রমাণও পাওয়া গেল। চোররা কিছুই নিতে পারেনি উল্লেখ করে রিচার্ড সুব্র বারৈ বলেন, তারা শুধু ভল্টটা নষ্ট করে গেছে। এটা ভাঙ্গার চেষ্টা করেছিল, কিন্তু ভাঙ্গতে পারেনি। এখন নতুন ভল্ট এলে আগামীকাল থেকে ব্যাংকের নিয়মিত কার্যক্রম চালু হবে।’

ভবনের সিকিউরিটি ইনচার্জ মো. সাব্বির জানান, রাতে শুধু তাদের ভবনের নিরাপত্তার জন্য নিরাপত্তা কর্মী থাকে। ব্যাংক কর্মকর্তাদের ফোন পেয়ে সেদিন রাতে একজন সিকিউরিটি গার্ডকে সঙ্গে নিয়ে তিনিই প্রথম ব্যাংকে কেউ আছে কিনা যাচাই করে দেখেন। তবে ভিতরে কেউ ছিল কিনা তা বুঝতে পারেননি তারা। মূলত তাদের শব্দ শুনেই হৃদয় বেরিয়ে যায়।

দেয়াল ভাঙ্গার শব্দ শুনতে পেয়েছিলেন কিনা জানতে চাইলে সাব্বির বলেন, ‘পাশের বিল্ডিংয়ে রাতে কাজ চলে তাতে অনেক শব্দ হয়। তাছাড়া রাস্তার পাশে আমাদের বিল্ডিং হওয়ায় গাড়ি চলাচলের অনেক শব্দ আসে। তাই অন্য কোন শব্দ আলাদাভাবে বুঝা যায়নি।’

এ বিভাগের আরো খবর