বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘অনির্বাচিত’ বলে এমপিদের তোপে হারুন

  •    
  • ১৪ নভেম্বর, ২০২১ ১৯:০৬

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর উদ্দেশে হারুন বলেন, ‘সংসদে অনির্বাচিত সংসদ সদস্যরা রয়েছে।’ এমন মন্তব্যের সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে দিয়ে স্পিকার বলেন, ‘বুঝলাম না বিষয়টা।’

একাদশ জাতীয় সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) ‘অনির্বাচিত’ বলায় তোপের মুখে পড়েছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ।

পরে স্পিকারের হস্তক্ষেপে নিজের বক্তব্য প্রত্যাহার করেছেন তিনি।

একাদশ জাতীয় সংসদের চলমান অধিবেশেনে রোববার পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে হারুন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

তিনি বলেন, ইউপি নির্বাচনকে ঘিরে পুরো দেশে আতঙ্ক ছড়িয়ে পড়ছে।

ওই সময় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর উদ্দেশে তিনি বলেন, ‘সংসদে অনির্বাচিত সংসদ সদস্যরা রয়েছে।’

এমন মন্তব্যের সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে দিয়ে স্পিকার বলেন, ‘বুঝলাম না বিষয়টা।’

হারুনের বক্তব্য প্রত্যাহারের দাবি জানান সরকারদলীয় এমপিরা।

স্পিকারের উদ্দেশে বিএনপির এমপি বলেন, ‘মাননীয় স্পিকার আমাকে ফ্লোর দিয়েছেন। আমাকে উত্থাপন করার সুযোগ দিন।’

এমপি হারুনকে তার বক্তব্য প্রত্যাহারের অনুরোধ জানান স্পিকার।

হারুন বলেন, ‘আমি উত্থাপন করি আগে। আপনার ব্যাখ্যা যদি আমাকে সন্তুষ্ট করতে পারে, আমি অবশ্যই প্রত্যাহার করব।’

সরকারদলীয় এমপিরা প্রত্যাহারের দাবিতে সরব হয়ে ওঠেন। পরে স্পিকার জানতে চান, ‘আপনি কি প্রত্যাহার করেছেন?’

হারুন বলেন, ‘জ্বি জ্বি আমি প্রত্যাহার করেছি।’

এরপর হারুন বলেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন, তারা কাদের ভোটে নির্বাচিত হচ্ছেন, আমাকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিন মাননীয় স্পিকার। কারণ সংবিধান বলছে, প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত হইবে। আমি এটার ব্যাখ্যা চাইছি।’

যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছে, সেখানে কেন পুনঃতফসিল করা হচ্ছে না, সে প্রশ্নও করেন হারুন।

তিনি বলেন, ‘আজকে নির্বাচনে বিরোধী দল অংশ নিচ্ছে না। আজকে যে কারণে সরকারি দল ও তাদের বিদ্রোহী প্রার্থীরা সারা দেশে হানাহানি খুনোখুনিতে লিপ্ত হয়েছে।’

ইউপি নির্বাচন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মন্তব্যের সমালোচনা করে হারুন বলেন, ‘মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখানে আছেন। তিনি বলছেন যে স্থানীয় নির্বাচনে ঝগড়াঝাটি হয়। ৪০ জনের অধিক প্রাণ হারিয়েছেন। এরপরও এটাকে ঝগড়াঝাটি বলব আমরা? স্থানীয় সরকারব্যবস্থাকে কোথায় নিয়ে যাচ্ছি আমরা?’

এরপর তাকে আর কথা বলার সুযোগ না দিলে ওয়াকআউট করার ঘোষণা দেন হারুন।

১৪ দলীয় সংসদ সদস্য নজিবুল বশর মাইজভান্ডারী পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বলেন, ‘বিএনপির হারুন ভয়ে ওয়াকআউট করেছে; প্রতিবাদে নয়।’

ইউপি নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে না বলে যে দাবি করা হচ্ছে, সেটা সত্য নয় বলেও জানান নজিবুল।

তিনি বলেন, ‘আমার এলাকায় সুন্দরপুর ইউনিয়নে বিএনপি নেতা অংশ নিয়েছেন।’

সবশেষে পয়েন্ট অব অর্ডারে কথা বলার সুযোগ পান বিএনপির সংরক্ষিত মহিলা আসনের এমপি রুমিন ফারহানা।

তিনি বলেন, ‘ওয়াক আউট করে সংসদ খালি করে ফেললে মনে হয় সুবিধা হতো সরকারি দলের সংসদ সদস্যদের। এত বেশি সুবিধা আমরা দেব না। শীতের আমেজে সংসদ জমে উঠেছে। এটা ভালো কথা।’

এ বিভাগের আরো খবর