বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দুমকি বাজারের আগুন স্থানীয়দের চেষ্টায় নিয়ন্ত্রণে

  •    
  • ১৪ নভেম্বর, ২০২১ ১৫:৪২

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, রাত ১টার দিকে বাজারের কোনো একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগু‌নে পু‌ড়ে গে‌ছে প্রায় ৮‌টি দোকান।

পটুয়াখালীর দুমকিতে দোকানে লাগা আগুন স্থানীয়দের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।

স্থানীয়দের অভিযোগ, ফায়ার সার্ভিস দেরিতে পৌঁছানোর কারণে ক্ষতির পরিমাণ বেড়ে গেছে। কিন্তু ফায়ার সার্ভিস বলছে, তারা ফোন পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছায়।

উপ‌জেলার মুরাদিয়া বোর্ড অফিস বাজারে শনিবার রাত ১টার দিকে এ ঘটনা ঘ‌টে বলে জানিয়েছেন দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, রাত রাত ১টার দিকে বাজারের কোনো একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগু‌নে পু‌ড়ে গে‌ছে আটটি দোকান।

প‌রে স্থানীয়রা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জসিম হাওলাদারের অভিযোগ, ‘আগুন লাগার পরপরই ফায়ার সা‌র্ভিস‌কে খবর দিলেও তারা ঘটনাস্থলে অনেক দেরিতে পৌঁছায়। পটুয়াখালী থেকে দুমকিতে ফায়ার সার্ভিসের গাড়ি আসতে ২০ থেকে ২৫ মিনিট লাগার কথা। কিন্তু আসতে এক ঘণ্টারও বেশি সময় নেয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায়।’

তবে পটুয়াখালী ফায়ার সার্ভিসের সি‌নিয়র স্টেশন অফিসার ফি‌রোজ আলম জানান, ফোন পাওয়ার পরই তিনি দল নিয়ে দুমকির উদ্দেশে রওনা দেন। দে‌রি‌ হওয়ার কোনো সু‌যোগ নাই।

তি‌নি আরও জানান, আগুনের সূত্রপাতের সঠিক কারণ তদন্তের পর জানা যা‌বে।

এ বিভাগের আরো খবর