বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পরীক্ষাকেন্দ্রের বাইরে জনসমুদ্র

  •    
  • ১৪ নভেম্বর, ২০২১ ১৪:৫৭

রাজধানীর পরীক্ষাকেন্দ্রগুলোর বাইরে অভিভাবক ও শিক্ষার্থীদের প্রচণ্ড ভিড় দেখা গেছে; যেন জনসমুদ্র। এতে রাজধানীজুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট।

রাজধানীতে এসএসসি পরীক্ষার প্রতিটি কেন্দ্রের সামনে ভিড় করছেন অভিভাবকরা। এর জের পড়ছে সড়কগুলোতে। সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। পরীক্ষাকেন্দ্রের ভেতরে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানা হলেও বাইরে তা পারা যাচ্ছে না অভিভাবকদের ভিড়ের কারণে।

বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞানের পরীক্ষার মধ্য দিয়ে রোববার শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। দুই শিফটে হচ্ছে পরীক্ষা। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী, রোববার সকাল ১০টায় শুরু হয় পরীক্ষা। শেষ হয় সাড়ে ১১টায়। তবে শুরুর দিন দ্বিতীয শিফটে পরীক্ষা হয়নি।

রাজধানীর পরীক্ষা কেন্দ্রগুলোর বাইরে অভিভাবক ও শিক্ষার্থীদের প্রচণ্ড ভিড় দেখা গেছে; যেন জনসমুদ্র। এতে রাজধানীজুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট।

প্রথম শিফটের পরীক্ষা শেষ হওয়ার পরপরই মতিঝিল সরকারি বালক বিদ্যালয় ও মতিঝিল সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রের সামনে অভিভাবক ও শিক্ষার্থীদের জটলা তৈরি হয়। এ সময় অনেকের মুখেই ছিল না মাস্ক। বলা যায় স্বাস্থ্যবিধি যথাযথ মানার বিষয়টি একেবারে উধাও হয়ে যায়।

একই চিত্র দেখা যায় মতিঝিল সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রের বাইরে। পরীক্ষা শেষে কথা হয় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষার্থী ফৌরদৌসি রহমানের মা আমেনা রহমানের সঙ্গে।

তিনি বলেন, ‘আপনারা যতই স্বাস্থ্যবিধি মানার কথা বলেন না কেন, যার সন্তান পরীক্ষা দেয় সেই বোঝে পরীক্ষা শেষে সন্তানকে পাওয়ার ব্যাকুলতা। এ জন্য কিছু কিছু ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানা সম্ভব হয় না।’

একই কথা বললেন আরেক শিক্ষার্থী তাবাসুম বিনতে সির্থীর বাবা মোস্তফা হোসেন। তিনি বলেন, ‘পরীক্ষা শেষ হওয়ার পর কখন সন্তান আসবে এই অপেক্ষায় আছি। আমার মতো সব অভিভাবকই সন্তানের জন্য অপেক্ষা করছেন। এ জন্য কেন্দ্রের বাইরে একটু ভিড় হচ্ছে।’

মগবাজারে অবস্থিত ইস্পাহানি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনেও দেখা যায় একই দৃশ্য। পরীক্ষা শেষ হওয়ার পর মগবাজার মোড়ের দুই পাশের রাস্তায় অভিভাবক ও শিক্ষার্থীদের জটলা তৈরি হয়। এ সময় ওই এলাকায় সৃষ্টি হয় যানজটের।

একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা আশফাক হোসেন বলেন, ‘আমার ছেলে মিতুল হোসেন ওয়্যারলেস মোড়ে অবস্থিত নজরুল শিক্ষালয়ে পড়ে। ওর সিট এখানে পড়েছে। পরীক্ষা শেষ হওয়ার পরপরই এখানে প্রচণ্ড ভিড় হয়েছে। স্কুলটি রাস্তার পাশেই। অভিভাবকরা যে ঠিকভাবে দাঁড়াবে এই জায়গাটুকুও এখানে নেই। বাধ্য হয়ে আমরা রাস্তায় দাঁড়িয়েছি। তাই একটু যানজটের সৃষ্টি হয়েছে।’

মগবাজার মোড় থেকে একটু সামনে আসলেই দিলু রোডে অবস্থিত প্রভাতী উচ্চ বিদ্যানিকেতন কেন্দ্র। এ কেন্দ্রের সামনেও পরীক্ষা শেষে অভিভাবক ও শিক্ষার্থীদের ভিড় দেখা যায়। এতে ওই এলাকায় সৃষ্টি হয় যানজটের।

এ বিষয়ে প্রভাতী উচ্চ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক নাহিদা সুলতানা বলেন, পরীক্ষা শেষে সব সময়ই কেন্দ্রের বাইরে ভিড় হয়, কিন্তু এবারের ভিড়টা একটু বেশি মনে হচ্ছে।

সকালে মতিঝিল সরকারি বালক বিদ্যালয়ের কেন্দ্রে পরিদর্শন শেষে সবাইকে স্বাস্থ্যবিধি মানতে কেন্দ্রের বাইরে অযথা ভিড় না করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘অনেক অভিভাবক যথাযথভাবে স্বাস্থ্যবিধি মানছেন না। কেন্দ্রের বাইরে অযথা ভিড় করছেন। এটা খুবই দুঃখজনক।’

পরীক্ষার পর যথাযথভাবে স্বাস্থ্যবিধি না মানার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ বলেন, ‘যেন যথাযথ স্বাস্থ্যবিধি মানা হয় সে জন্যই আমরা গ্রুপ ও শিফট অনুযায়ী পরীক্ষা নেয়ার ব্যবস্থা করেছি। এর পরও যদি অভিভাবকরা সচেতন না হন তাহলে বিষয়টি সত্যিই দুঃখজনক।’

সাধারণত প্রতিবছর ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক (এসএসসি) পরীক্ষা শুরু হলেও এ বছর করোনার কারণে এই পাবলিক পরীক্ষা নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে নেয়ার ঘোষণা দেয় সরকার।

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২২ লাখ ২৭ হাজার ১১৩। গতবারের চেয়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৭৯ হাজার ৩৩৪ বেড়েছে। গতবার পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯।

এ বিভাগের আরো খবর