রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনারের ছেলে বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।
রংপুর শহরের রেজিস্ট্রি অফিসের পাশে রোববার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
১৭ বছর বয়সী মৃত ওয়াসিফ রায়হান রংপুর জিলা স্কুলের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল।
ওই বাড়ির দারোয়ান বাবর আলী বলেন, ‘আমি গেটের ভেতরে ছিলাম। হঠাৎ শব্দ শুনে গেট খুলে দেখি স্যারের ছেলে। পরে বাসার সবাইকে ফোন করে জানাই। কী হইচে, কীভাবে পড়ছে অত কিছু জানি না।’
স্থানীয় আবুল হোসেন জানান, তিনি কাছের একটি ব্রিজে দাঁড়িয়ে ছিলেন। একটু সামনে দেখেন এক বাসার গেটের সামনে একজন উপুড় হয়ে পড়ে আছে। ছেলেটার মাথা ফেটে গেছে, দাঁত ভেঙে গেছে।
মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন আলী নিউজবাংলাকে বলেন, ‘রোববার সকাল পৌনে ৮টার দিকে আমরা খবর পাই। মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে তার বাবার আবেদনের কারণে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।
‘কী কারণে সে আত্মহত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে আমরা ধারণা করছি মান-অভিমানের কারণে আটতলা ভবন থেকে লাফ দিয়েছে।’
এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান ওসি হোসেন আলী।